আতাউর রহমান
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১২:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ

১৭৩০ মামলায় এক বছরে চার্জশিট মাত্র ১৫টি

১৭৩০ মামলায় এক বছরে চার্জশিট মাত্র ১৫টি

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় করা ১ হাজার ৭৩০টি মামলার মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৫টি মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এক বছর পার হলেও মামলাগুলোর তদন্ত কার্যক্রম ধীরগতিতে চলছে বলে অভিযোগ তুলেছেন এসব মামলার বাদীরা। তবে পুলিশ বলছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাগুলোর তদন্ত চলছে। এরই মধ্যে অনেক মামলার তদন্ত কার্যক্রম শেষ হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশে দায়ের ১ হাজার ৭৩০টি মামলার মধ্যে ৭৩১টি হত্যা মামলা এবং ৯৯৯টি মামলা অন্যান্য ধারায় দায়ের করা হয়। নিহতদের স্বজন এবং আহতরা বাদী হয়ে এসব মামলা করেন।

গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটাবিরোধী আন্দোলন শুরু হয়। পুলিশ সেই আন্দোলন দমাতে গুলি চালায়। এতে প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে কোটাবিরোধী সেই আন্দোলন রূপ নেয় সরকার পতনের একদফার আন্দোলনে। ওই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

পুলিশ সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের পতনের আগে হতাহতের ঘটনায় মামলা হলেও তাতে তথ্য লুকিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতা ও তৎকালীন সরকারবিরোধী নেতাকর্মীদের আসামি করা হয়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই মামলাগুলোর বেশিরভাগই ফাইনাল রিপোর্ট দিয়ে নিষ্পত্তি করা হয়। এরপর আন্দোলনে শহীদ পরিবার ও আহতরা বাদী হয়ে বিভিন্ন থানায় মামলা করেন। এসব মামলায় ক্ষমতাচ্যুত হয়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ও দলটির নেতাকর্মী ছাড়াও গুলি চালানো ও নির্দেশদাতা পুলিশ কর্মকর্তাদেরও আসামি করা হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, দায়ের মামলাগুলোর মধ্যে হত্যা মামলায় পাঁচটি এবং অন্যান্য ধারায় দায়ের ১০টিসহ মোট ১৫ মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত শেষে মানবতাবিরোধী কয়েকটি মামলার বিচার শুরু হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, পুলিশের তদন্ত শেষে চার্জশিট দেওয়া মামলাগুলোর মধ্যে শেরপুরে তিনটি হত্যা মামলা, কুড়িগ্রামে একটি হত্যা মামলা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একটি হত্যা মামলায় চার্জশিট দেয়। গুলি ও আহতের ঘটনায় চার্জশিট দেওয়া ১০টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ একটি, চাঁপাইনবাবগঞ্জে তিনটি, সিরাজগঞ্জে দুটি, পাবনা জেলার একটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে দুটি মামলার চার্জশিট জমা দিয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক এ এইচ এম শাহাদাত হোসাইন কালবেলাকে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকালে দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব মামলা তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে।

তদন্তে ধীরগতির বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ের মামলাগুলো অতিগুরুত্বপূর্ণ। তদন্তে যাতে কোনো ধরনের ভুল না থাকে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা যায়, সে জন্য সময় নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি মামলার আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারেও সময় লাগছে।

ঢাকার বিভিন্ন থানায় করা হত্যা মামলার একাধিক তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বেশিরভাগ হত্যা মামলায় নিহত ব্যক্তির রক্তমাখা জামাকাপড়, শরীর থেকে বের করা গুলি এবং সাক্ষী খুঁজে পেতে কষ্ট হচ্ছে। অনেক মামলার ঘটনায় নিহত ব্যক্তির ময়নাতদন্ত হয়নি। এসব ঘটনায় ভিডিও সংগ্রহ করে এবং প্রত্যক্ষদর্শী খুঁজে বের করতে সময় লাগছে। এজন্য মামলার চার্জশিট দিতেও বিলম্ব হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাথর লুটপাটকারীদের নিয়ে যে পদক্ষেপ নিচ্ছে দুদক

প্লট ও ফ্ল্যাট বরাদ্দে মন্ত্রী-সচিবসহ যাদের কোটা বাতিল

১১ বছর আগে মারা যাওয়া স্বামীই সন্তানের বাবা, দাবি অন্তঃসত্ত্বার

ডাকসু নির্বাচন / দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিয়েছেন ১৩ জন

জরায়ুর বদলে লিভারে বেড়ে উঠছে ভ্রূণ, বিস্মিত চিকিৎসকরাও

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : অর্থ উপদেষ্টা

মোদির হাতেই দেশ নিরাপদ, বললেন কংগ্রেস নেতা

অসহায় বিধবা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

এবার জাফলংয়ে পাথর লুটপাট বন্ধে অভিযান

ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তি নিয়ে সুখবর

১০

একবার ফোন চার্জ দিলে কত টাকা খরচ হয় আপনার? জেনে নিন

১১

১২ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো ১২ দিনে

১২

ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

১৩

এসএসসি পাসেই পানি উন্নয়ন বোর্ডে চাকরি, নেবে ২৮৪ জন

১৪

বিচ্ছেদের পর কাজ থেকে বিরতি, এখনো চিকিৎসা নিচ্ছেন ফারিয়া

১৫

হস্তান্তরের আগেই নবনির্মিত স্কুল ভবনে ফাটল

১৬

পরীক্ষায় কম নম্বর দেওয়ায় শিক্ষিকাকে মারধর করল ছাত্র

১৭

অভাব-ঋণের ভারে মা-মেয়ের বিষপান

১৮

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল : রিজভী

১৯

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ৬ খাবার, বাদ দিন এখনই

২০
X