বগুড়া-৬ (সদর) আসনে এক স্বতন্ত্র প্রার্থীর নামে ফেসবুক আইডি খুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে তিনি বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং সংবাদ সম্মেলন করে বিষয়টি গুজব বলে জানিয়েছেন।
ওই স্বতন্ত্র প্রার্থী হলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু। তিনি ঈগল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংবাদ সম্মেলনে কবির আহম্মেদ মিঠু জানান, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে হঠাৎ এক কর্মী তাকে কল দিয়ে জানতে চান, কেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তার প্রশ্ন শুনে হতভম্ব হয়ে যান তিনি। সরে দাঁড়ানোর তথ্য কোথায় পেয়েছে জানতে চাইলে সেই কর্মী জানায়, তার নামে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে।
কবির আহম্মেদ মিঠু আরও জানান, তিনি সেই পোস্টটি বের করে দেখেন, সেটি তার নিজস্ব ফেসবুক আইডি নয়। তার নাম ও ছবি ব্যবহার করে নতুন একটি আইডি খুলে সেখানে এই অপপ্রচার চালানো হয়েছে। এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ও সমর্থকরা সেই পোস্ট শেয়ার করছে।
এ ঘটনায় তিনি বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন।
তিনি বলেন, ‘ঈগল মার্কার বিজয় নিশ্চিত বুঝতে পেরেই এমন গুজব ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে।’
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘একজন প্রার্থী থানায় জিডি করেছেন। সেখানে তিনি তার নামে ভুয়া আইডি খুলে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন। বিষয়টির তদন্ত শুরু হয়েছে, এ ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।’