১.খুকুর বিড়াল
খুকুর বিড়াল পুষি
সবাই তাকে দোষী করে
বকে যেমন খুশি।
রান্নাঘরের আলমারিটার
নেটে দুটো ফুটো
পাঁচটা মাছের টুকরো ছিল
এখন আছে দুটো,
আটার টিনে লবণগুঁড়ো
চিনির টিনে ভুসি
কে করেছে? পুষি।
টেবিলপরে উপুড় বাটি
সাদা দুধের নদী
বাবার জুতো এদিক সেদিক
ছেঁড়া সোফার গদি,
ঠিক মনে হয় কামড়েছে কেউ
এলোমেলো ঘুসি
কে করেছে? পুষি।
খুকুর বিড়াল পুষি
সবাই তাকে দোষী করে
বকে যেমন খুশি।
২.লোকটা
লোকটার কথা কী আর বলি
আজব কাজের কারবারি
হঠাৎ কারও ঘরে ঢুকে
বলেন, এটা তার বাড়ি।
খুব সকালে লাঞ্চ সেরে নেন
নাশতা করেন ভরদুপুরে
রাতের বেলা বাজারে যান
মুখের ভেতর ফর্দ পুরে।
প্লেটে করে পানি গিলেন
কোরমা পোলাও খান গ্লাসে
দুচোখ ঢাকেন উলটুপিতে
মাথা ঢাকেন সানগ্লাসে।
জষ্ঠি মাসে রোজই ঘুমান
মুখে গোটা আম সিধিয়ে
বাধা দিলে রাগ মেটাবেন
নখ বাড়িয়ে খামচি দিয়ে।
আজবতরো এই লোকটার
বাড়ি নাকি শান্তাহার
কোনো কিছুর গন্ধ পেলে
দাঁড়িয়ে যায় কান তাহার।