মহিউদ্দিন মাহি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০২:৩২ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২:৩১ পিএম
প্রিন্ট সংস্করণ

স্টেজই আমার প্রথম ভালোবাসা : মিলা

স্টেজই আমার প্রথম ভালোবাসা: মিলা
স্টেজই আমার প্রথম ভালোবাসা: মিলা

জীবনকে নিজের মতো করে উপভোগ করেন তিনি। স্বাধীনভাবে সংগীত করতে পারাতেই তার তৃপ্তি। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। নিয়েছেন শিক্ষাও। কাজ করছেন স্বনামধন্য সব সংগীত পরিচালকের সঙ্গে। স্টেজে তার পারফর্ম মানেই শ্রোতাদের মাঝে চরম উন্মাদনা। বলা হচ্ছে সংগীতশিল্পী মিলা ইসলামের কথা। তার সংগীত জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে। লিখেছেন মহিউদ্দিন মাহি

সময় কেমন যাচ্ছে এখন?

আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। গান নিয়ে সময় কাটছে। স্টেজ পারফরম্যান্সের ব্যস্ততাও আছে। সবকিছু মিলিয়ে ভালো যাচ্ছে।

আপনি আগের থেকে এখন সংগীতে নিয়মিত। এই বিষয়টি কেমন উপভোগ করছেন?

এখানে আমার একটা অভিযোগ রয়েছে। সেটি হচ্ছে কথা বললেই সবাই বলে, অনেকদিন পর ফিরলেন, এটা, ওটা। আমি কিন্তু অনেকদিন পর ফিরিনি। আমি গানের সঙ্গেই ছিলাম। আগে যেমন ছিলাম, এখনো তেমনই আছি। ২০১১ সালের পর থেকে আমি অনেক নতুন গান দর্শকদের উপহার দিয়েছি, তা হয়তো অনেকেই জানে না। জানলে বলতেন না, আমি ফিরে এসেছি। এ সময়ে আমি—ঈশ্বর জানে, নাচো, আইস্যালা, এখন আসলো টোনাটুনি প্রকাশ করেছি। মানে আমি কিন্তু গানের সঙ্গেই ছিলাম। প্রচারণায় কম ছিলাম। এ ছাড়া স্টেজ শো তো ছিলই। তবে হ্যাঁ, এখন প্রচার বেশি হচ্ছে এটাই পার্থক্য। তা ছাড়া আমি স্টেজ ছেড়ে কখনো যাইনি, গানের সঙ্গেই ছিলাম। আমি কখনোই গান নিয়ে ব্যাপক ব্যস্ততা পছন্দ করতাম না। শুরু থেকেই এ বিষয়ে সচেতন ছিলাম। কারণ হচ্ছে, নিজের ভালো না লাগলে আমি কখনো গান করার পক্ষে ছিলাম না। আমার এক বস্তা দরকার নেই, হওয়ার মতো একটা হলেই হবে।

আপনার গানের শিক্ষা নিয়ে জনাতে চাই...

দেখুন, আমার ‘ছেঁড়া পাল’ শিরোনামের গানটি যখন প্রকাশ পায়, তখন আমি নবম শ্রেণির ছাত্রী। এটা ২০০৫-০৬ সালের কথা। এর আগে থেকেই কিন্তু আমি ক্ল্যাসিক সংগীতের ওপর তালিম নিয়েছি। আমার সংগীত শিক্ষার প্রাথমিক শিক্ষাটি ছোটবেলা থেকেই ছিল। আমি বাড়িতেও সংগীত শিখতাম। বলতে গেলে এখনো শিখছি।

২০০৫-০৬ সালে আপনি দেশের তারকা শিল্পী। তখনকার ও এখনকার সময়ের মধ্যে পার্থক্য কেমন?

অনেক পার্থক্য। আমার কাছে সেসময়ের গানের সিডি রয়েছে। যেগুলো এখনো আমি শুনি; কিন্তু এখন সব কিছু খুব দ্রুত হয়ে যাচ্ছে। অনেক আধুনিক হয়েছে। তবে ওই সময়ের গানগুলো অনেক টেকসই ছিল। দীর্ঘসময় ধরে শ্রোতাদের কাছে জীবিত থাকত। এখন সেটি থাকে না বললেই চলে। দেখবেন এখন একটি গান প্রকাশ হলে মানুষ খুব বেশি না শোনে না। দু-চার মাস পর সবাই আবার নতুন গানে মজে। এখন গান প্রচারের মাধ্যম কিন্তু অনেক। আমাদের সময় শুধু রেডিও-টেলিভিশন ছাড়া কিছুই ছিল না। তবে গান জনপ্রিয় হতো। সিডির দোকানে শ্রোতাদের ভিড় জমত। এখন সেটি নেই। আমার মনে হয় যত্ন নিয়ে করলে এখনো সবকিছু সম্ভব।

আইটেম গানে আপনার একটা দাপট ছিল। ২০০৭ সালে প্রকাশিত আপনার কণ্ঠে ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’ এখনো দর্শকদের কাছে জনপ্রিয়। সামনেও কি এমন আইটেম গান করার ইচ্ছা আছে?

একক আর কোনো আইটেম গান করার ইচ্ছা নেই। তবে হ্যাঁ, যদি সিনেমার আইটেম গানে সুযোগ হয়, তাহলে অবশ্যই করব। কারণ সিনেমায় এরই মধ্যে আইটেম গান করেছি আমি। যেখানে আমি শাকিব খানের সঙ্গে স্টেজ শেয়ার করেছি। শাহ আলম কিরণের ‘মাটির ঠিকানা’ সিনেমায় আমি ‘কালিয়া রে কালিয়া’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছিলাম। এ ছাড়া অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম’ সিনেমার টাইটেল গানেও আমার কণ্ঠ দেওয়া হয়েছে। শুধু আইটেম গান নয়, সিনেমার প্লেব্যাকে সুযোগ এলেও আমি করব।

বর্তমানে কী নিয়ে ব্যস্ততা?

গান স্টেজ শো নিয়েই ব্যস্ত আছি। কিছুদিন আগে আমার ‘টোনাটুনি’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে, যেটি দর্শকদের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। এখনো অনেকে কল দিয়ে গানটির প্রশংসা করে। ভালো লাগে বিষয়গুলো। এ ছাড়া বর্তমানে আমার স্টেজ শো নিয়ে ব্যাপক ব্যস্ততা যাচ্ছে। কিছুদিন আগে আমেরিকাতে শো করে এলাম। দেশের বাইরে আরও কিছু শো নিয়ে কথা হচ্ছে। এই ব্যস্ততা আমি উপভোগ করছি। কারণ স্টেজই হচ্ছে আমার প্রথম ভালোবাসা। তারপর আমার নতুন গান আসছে, ‘আনমনা’। এটি এ মাসের শেষের দিকে অথবা সামনে মাসে প্রকাশের ইচ্ছা আছে। সংগীত নিয়েই এখন আমার ব্যস্ততা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দুঃখিত, এবার আর তা হবে না’

‘কূটনীতির দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না’

তেলের দামে বড় পতনের আভাস

এসএসসি পাসেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

৩২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বাবা-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি / রাজু ভাস্কর্যে ছাত্রসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা

ইরানের কমান্ডার কানি গুপ্তচর কি না, জানাল মোসাদ

যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি

চাল না কিনলে জাপানে নতুন করে শুল্কের হুমকি যুক্তরাষ্ট্রের

হলি আর্টিসান হামলার আজ ৯ বছর

১০

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের ৮৬তম জন্মবার্ষিকী আজ

১১

কারাগারে যেমন কাটছে মমতাজের

১২

পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত-ইসরায়েল

১৩

সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল জমিয়ত

১৪

মহররমে বিদআত ও ভ্রান্ত রীতি : যা করণীয়

১৫

যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ

১৬

সরকারি চাকরিতে বিপুলসংখ্যক পদ ফাঁকা

১৭

দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে আজ 

১৮

০১ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে

২০
X