তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

উত্তাল বলিউড...

উত্তাল বলিউড...

আন্দোলনে উত্তাল ভারতের কলকাতা। এ শহরের আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণ করে খুনের ইস্যুতে ক্ষোভে, স্লোগানে ফুঁসছে গোটা পশ্চিমবঙ্গ, যা এখন ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। সাধারণ মানুষের পাশাপাশি টালিউড ও বলিউডের তারকারাও অবস্থান নিয়েছেন আন্দোলনের পক্ষে। অনেকে সশরীরে রাস্তায় নেমে গলা ফাটাচ্ছেন, তো অনেকে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করছেন।

কলকাতার এ আন্দোলন নিয়ে বলিউড তারকারা এরই মধ্যে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। অভিনেত্রী কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, ম্রুনাল ঠাকুর, হৃতিক রোশন ও জেনেলিয়া ডি’সুজার মতো তারকারা মুখ খুলেছেন।

অভিনেত্রী কারিনা ঘটনার শুরু থেকেই তিনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কালো ব্যাকগ্রাউন্ডে একটি হৃদয় ভাঙার ইমোজি দিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘১২ বছর আগে, একইরকম ঘটনা, একইরকম আন্দোলন, কিন্তু আমরা সবাই এখনো পরিবর্তনের অপেক্ষা করছি।’

ধর্ষণ ও হত্যার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিনেতা হৃতিক রোশন লিখেছেন, ‘সমাজ হিসেবে আমাদের এবার বদলাতে হবে, যাতে সবাই সেখানে নিরাপদ অনুভব করেন। কিন্তু এতে বহু সময় লেগে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েদের সঠিকভাবে মানুষ করলেই আশা করছি এ বদল আসবে। আগামী প্রজন্ম ভালো হবে অনেক। আমরা ঠিক পারব। কিন্তু এখন আপাতত এ ঘটনার দ্রুত বিচার চাই। আর সেই শাস্তি এতটাই কঠিন এবং দৃষ্টান্তমূলক হতে হবে যাতে অপরাধীরা আর এ কাজ করার কথা না ভাবে। এটাই চাই। আমি নির্যাতিতার পরিবারের পাশে রইলাম, ওদের মেয়ের ন্যায়বিচার চাই আমি।’

অন্যদিকে আলিয়া ভাট লেখেন, ‘আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়া-কাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কীভাবে আমাদের কর্মস্থলে যাব? এ চিন্তাই যেন কুরে কুরে খাচ্ছে। এ ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নারীদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’

ভারতীয় গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়াও এ ঘটনা নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে আন্দোলনের একটি ছবি শেয়ার করেন তিনি। যেখানে লেখা ছিল, ‘তুমি না বললে কে তার পক্ষে কথা বলবে?’

এ ছাড়া অভিনেত্রী জেনেলিয়া নিজের এক্স অ্যাকাউন্টে অপরাধীদের ফাঁসি চেয়ে লিখেছেন, ‘দানবদের ফাঁসি দেওয়া দরকার। হ্যাশ ট্যাগ মৌমিতা দেবনাথ। এই সংবাদটি দেখে আমার মেরুদণ্ড ঠান্ডা হয়ে গেছে। একজন মহিলা, একজন জীবনরক্ষাকারী। তিনি নিজের কর্মস্থলের সেমিনার হলে এই ভয়াবহতার মুখোমুখি হয়েছেন। আমার হৃদয় পরিবার এবং তার প্রিয়জনদের কাছে ছুটে যেতে চাইছে। জানতে ইচ্ছা করছে তারা কীভাবে এই ট্র্যাজেডির মুখোমুখি হচ্ছেন। তা কল্পনা করতেও ভয় লাগছে আমার। আমার কাছে স্বাধীনতা মানে, যখন আমাদের দেশের নারীরা সত্যিকার অর্থে নিরাপদ বোধ করবে, সেই সময়টি।’

অভিনেত্রী ম্রুনাল ঠাকুর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘এমন সংবাদের পর স্বাধীনতা উদযাপন করা আমাদের জন্য সত্যিই দুঃখজনক। কারণ দেশে এখনো নারীরা স্বাধীনভাবে চলতে পারছে না।’

এ ছাড়া কলকাতার এই ঘটনা নিয়ে এরই মধ্যে সাইফকন্যা সারা আলি খান, নির্মাতা জোয়া আখতার, সংগীতশিল্পী অঙ্কিত তিওয়ারি ও অমিতাভ বচ্চনের নাতনি নাভিয়া নাভেলি নন্দার মতো তারকা আওয়াজ তুলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

১০

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

১১

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

১২

স্বর্ণে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস, ভরি কত

১৩

অসুস্থ নাতনিকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল নানা-নানির

১৪

এবার রুপার দামেও নতুন রেকর্ড

১৫

ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহীসহ ৬ জনের নামে মামলা

১৬

কেশবপুরে মন্দির থেকে স্বর্ণালংকার, শালগ্রাম শিলা চুরি

১৭

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার আগে যা ভাবতে বললেন নুর

১৮

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু রিমান্ডে

১৯

ভারতীয় নাগরিক জগদীশকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

২০
X