বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
তামজিদ হোসেন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ওটিটিতে ডিসেম্বর ধামাকা

ওটিটিতে ডিসেম্বর ধামাকা। ছবি: সংগৃহীত
ওটিটিতে ডিসেম্বর ধামাকা। ছবি: সংগৃহীত

আর কয়েক দিন পরই শুরু হবে ডিসেম্বর মাস। এ মাসে ওটিটি প্ল্যাটফর্মগুলো নিয়ে আসছে একের পর এক চমক। নতুন মাসে মুক্তি পাচ্ছে অনেক প্রতীক্ষিত সিনেমা ও ওয়েব সিরিজ। বলিউড, হলিউড, কোরিয়ান ও সাউথ ইন্ডিয়ান সিনেমা মুক্তির মাধ্যমে এই ডিসেম্বরে নানা স্বাদের কনটেন্টে ভরপুর থাকবে ডিজিটাল দুনিয়া। চলুন, একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন সিনেমা ও সিরিজ দেখার জন্য প্রস্তুত হয়ে উঠছেন দর্শকরা। লিখেছেন, তামজিদ হোসেন

স্কুয়িড গেম ২

‘স্কুইড গেম’প্রেমীদের জন্য অপেক্ষা প্রায় শেষ। বিশ্বব্যাপী জনপ্রিয় এ সিরিজের অত্যন্ত প্রতীক্ষিত দ্বিতীয় সিজন নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। সিরিজটি পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক এবং অভিনয় করেছেন লি জং-জে, ওয়াই হা-জুন, লি বাইং-হুনসহ অনেকে।

আগের সিরিজের মতো দ্বিতীয় সিরিজ নিয়ে মুখিয়ে আছেন ভক্তরা। অপেক্ষা করছেন প্রিয় চরিত্রগুলোর অভিনয়ের পাশাপাশি রোমাঞ্চকর গেমগুলো দেখার জন্য।

ব্ল্যাক ডাভস

ব্রিটিশ এ স্পাই সিরিজটি তৈরি করেছেন জো বারটন। এর কাহিনি হেলেনের ওপর ভিত্তি করে এগোতে থাকে। হেলেন এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করে কিন্তু সে সময় তার গোপন পরিচয়ের কথা সে ভুলে যায়। যখন তার প্রেমিক লন্ডনের বিপজ্জনক অপরাধ জগতের শিকার হয়ে পড়েন, তখন হেলেনের নিয়োগকর্তারা তাকে রক্ষার জন্য স্যামকে পাঠানোর সিদ্ধান্ত নেন। কিন্তু পরবর্তীকালে হেলেন নিজেই এক বিপজ্জনক পরিস্থিতিতে জড়িয়ে পড়েন।

এ সিরিজে অভিনয় করেছেন কিরা নাইটলি, বেন উইশো, সারা ল্যাঙ্কাশায়ার, আন্দ্রিয় কোজি, ওমারি ডগলাস, ক্যাথরিন হান্টার এবং ট্রেসি উলম্যান। সিরিজটি পরিচালনা করেছেন জো বার্টন। এটি নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ৫ ডিসেম্বর।

আমরণ

শিবাকার্তিকেয়ানের সবশেষ তামিল অ্যাকশন সিনেমা ‘আমরণ’ অসাধারণ সফলতা অর্জন করেছে। ভারতীয় বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ব্যবসা সফল হিসেবে আত্মপ্রকাশ করেছে সিনেমাটি। এটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয় পেরিয়ে গেছে, যা এটিকে একটি ব্লকবাস্টার সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সিনেমাটি পরিচালনা করেন রাজকুমার পেরিয়াসামি এবং শিবাকার্তিকেয়ানের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেন সাই পল্লবী, ভুবন অরোরা, রাহুল বোসসহ আরও অনেকে।

‘আমরণ’ ব্লকবাস্টার সাফল্য পাওয়ায় ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সিনেমাটির ওটিটি মুক্তির জন্য। এটি নেটফ্লিক্সে ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

মেরি

মেরি অ্যালো, হান্নাহ লিডার, গিলিয়ান হরমেল এবং জোশুয়া হ্যারিস প্রযোজিত এ ব্রিটিশ সিনেমাটি পরিচালনা করেছেন ডি জে কারুসো এবং লিখেছেন টিমোথি মাইকেল হেইজ। এ থ্রিলার সিনেমাটি মেরির কাহিনি নিয়ে, যিনি যিশুর আশ্চর্যজনক জন্মের পর লুকিয়ে থাকতে বাধ্য হন। এ মহাকাব্যিক ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন নোয়া কোহেন, স্টেফানি নুর, ইদো টাকো, সুসান ব্রাউন, অ্যান্থনি হপকিন্স, হিলা ভিডোর, মেহমেত কুরতুলুসসহ অনেকে। সিনেমাটি ৬ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১০

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১১

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১২

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৩

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৪

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৫

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৬

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৭

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৮

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

১৯

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

২০
X