তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১০:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

তিশার প্রত্যাশা

অভিনেত্রী তাসনুভা তিশা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী তাসনুভা তিশা। ছবি: সংগৃহীত

‘ডাকাতিয়া’র পর ‘লিডার’ নিয়ে ভীষণ প্রত্যাশা অভিনেত্রী তাসনুভা তিশার। ভিন্ন ঘরানার গল্প এবং চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। যে কারণে দর্শকের মাঝে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তবে অল্প হোক; কিন্তু ভালো গল্পে কাজ করতে চান তিনি।

গত ২৬ জুন ইউটিউবে তিশার অভিনীত ও আদিফ হাসান পরিচালিত ‘ডাকাতিয়া’ নাটকটি প্রকাশ পেয়েছে। এ নাটকে জাহের আলভীর সঙ্গে তার অনবদ্য অভিনয় দর্শক পছন্দ করেছেন। ‘ডাকাতিয়া’ নাটকে জাহের আলভী ও তাসুনভা তিশার অভিনয়ের রসায়ন নিয়েও বেশ আলোচনায় চলছে। এই নাটকে অভিনয় ভীষণ সাড়া পাওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত তাসনুভা তিশা। যে কারণে ভিন্ন ধরনের গল্পের প্রতি তার আগ্রহ আরও বেড়েছে। ‘ডাকাতিয়া’র অভিনয় নিয়ে তার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশারও বেশি সাড়া পাচ্ছেন তিনি। যে কারণে সম্রাট জাহাঙ্গীর পরিচালিত ‘লিডার’ নাটকটির চরিত্রটি নিয়েও ভীষণ প্রত্যাশা তাসনুভা তিশার। এরই মধ্যে ইউটিউবে ‘লিডার’র ট্রেইলার প্রকাশিত হয়েছে। ট্রেইলার দেখেই দর্শক আগ্রহী হয়ে উঠেছেন ‘লিডার’ উপভোগ করার জন্য।

এ নিয়ে তাসনুভা তিশা বলেন, ‘ডাকাতিয়ায় যখন শুটিং করি, তখন আমি অনেক অসুস্থ; কিন্তু যেহেতু আমি শুটিং করার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম, তখন আর ফেরার চিন্তাও করিনি। অসুস্থ অবস্থাতেই অনেক কষ্ট করে ডাকাতিয়ার চরিত্রটিতে ঠিকঠাক মতো অভিনয় করার চেষ্টা করি। যার ফল আমি পাচ্ছি। খুব ভালো সাড়া পাচ্ছি। ডাকাতিয়ায় যেমন একটা ফিল্মি মুড আছে, ঠিক তেমনি লিডারেও আছে। লিডারের গল্পটাও এক কথায় দারুণ। এ নাটকটি নিয়েও আমি আশাবাদী। ডাকাতিয়ায় জাহের আলভী খুব সহযোগিতা করেছে, লিডারে যথারীতি মীর রাব্বিও। ধন্যবাদ আমার দুই নাটকের পরিচালক আদিফ হাসান ও সম্রাট জাহাঙ্গীর। তাদের সঙ্গে আগামীতে আরও ভালো ভালো গল্পের নাটকে কাজ করার প্রত্যাশা রাখি।’

এদিকে তাসুনভা তিশা গতকাল থেকে পূবাইলে ‘মন দরিয়া’ নামের একটি নাটকের কাজ শুরু করেছেন। আগামী ৮ ও ৯ জুলাই তিনি চয়নিকা চৌধুরীর নির্দেশনায় আরও একটি নাটকের কাজ করবেন। এরই মধ্যে বিটিভিতে প্রচারিত হয়েছে তাসনুভা তিশা ও সোহেল মণ্ডল অভিনীত নাটক ‘দরজার ওপাশে’। এটি বিটিভি নির্মিত একটি নাটক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি রাজনৈতিক গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মামুন

ফাতেমা রানীর তীর্থোৎসবে আলোকিত গারো পাহাড়

যুক্তরাষ্ট্রকে ভণ্ড বলে কটাক্ষ করল ইরান

জুলাইবিরোধী অবস্থান / ইবির ৩০ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৩৩ শিক্ষার্থীর সনদ বাতিল

স্মরণীয় মুসলিম মনীষী / মাওলানা হুসাইন আহমাদ মাদানি (রহ.)

হাদিসের বাণী ও শিক্ষা / রাগ থেকে বাঁচার উপায়

কোরআনের বাণী ও শিক্ষা / ধৈর্য ও তাকওয়ার গুরুত্ব

সমুদ্রযাত্রায় আরব নাবিকদের অবদান

প্রাত্যহিক কাজ যেভাবে ইবাদতে পরিণত হয়

নিয়মিত কোরআন তেলাওয়াতে বিশেষ মর্যাদা

১০

ইরান-রাশিয়ার নতুন কৌশল, কাজে আসবে না মার্কিন নিষেধাজ্ঞা

১১

আস-সুন্নাহ হলে জকসু নির্বাচনের কোনো প্রভাব পড়বে না : জবি প্রক্টর

১২

পদত্যাগের পোস্ট দিয়ে আবার মুছে ফেললেন জবি ছাত্রশক্তির আহ্বায়ক 

১৩

চোর সন্দেহে সরকারি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ 

১৪

৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল, কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী

১৫

ফেরার দুয়ারে পল পগবা

১৬

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৭

বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আশাবাদ তামিমের

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেপ্তার

১৯

গরম গরম গোলমরিচের ফুলকপি বানানোর সহজ রেসিপি

২০
X