‘ডাকাতিয়া’র পর ‘লিডার’ নিয়ে ভীষণ প্রত্যাশা অভিনেত্রী তাসনুভা তিশার। ভিন্ন ঘরানার গল্প এবং চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। যে কারণে দর্শকের মাঝে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তবে অল্প হোক; কিন্তু ভালো গল্পে কাজ করতে চান তিনি।
গত ২৬ জুন ইউটিউবে তিশার অভিনীত ও আদিফ হাসান পরিচালিত ‘ডাকাতিয়া’ নাটকটি প্রকাশ পেয়েছে। এ নাটকে জাহের আলভীর সঙ্গে তার অনবদ্য অভিনয় দর্শক পছন্দ করেছেন। ‘ডাকাতিয়া’ নাটকে জাহের আলভী ও তাসুনভা তিশার অভিনয়ের রসায়ন নিয়েও বেশ আলোচনায় চলছে। এই নাটকে অভিনয় ভীষণ সাড়া পাওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত তাসনুভা তিশা। যে কারণে ভিন্ন ধরনের গল্পের প্রতি তার আগ্রহ আরও বেড়েছে। ‘ডাকাতিয়া’র অভিনয় নিয়ে তার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশারও বেশি সাড়া পাচ্ছেন তিনি। যে কারণে সম্রাট জাহাঙ্গীর পরিচালিত ‘লিডার’ নাটকটির চরিত্রটি নিয়েও ভীষণ প্রত্যাশা তাসনুভা তিশার। এরই মধ্যে ইউটিউবে ‘লিডার’র ট্রেইলার প্রকাশিত হয়েছে। ট্রেইলার দেখেই দর্শক আগ্রহী হয়ে উঠেছেন ‘লিডার’ উপভোগ করার জন্য।
এ নিয়ে তাসনুভা তিশা বলেন, ‘ডাকাতিয়ায় যখন শুটিং করি, তখন আমি অনেক অসুস্থ; কিন্তু যেহেতু আমি শুটিং করার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম, তখন আর ফেরার চিন্তাও করিনি। অসুস্থ অবস্থাতেই অনেক কষ্ট করে ডাকাতিয়ার চরিত্রটিতে ঠিকঠাক মতো অভিনয় করার চেষ্টা করি। যার ফল আমি পাচ্ছি। খুব ভালো সাড়া পাচ্ছি। ডাকাতিয়ায় যেমন একটা ফিল্মি মুড আছে, ঠিক তেমনি লিডারেও আছে। লিডারের গল্পটাও এক কথায় দারুণ। এ নাটকটি নিয়েও আমি আশাবাদী। ডাকাতিয়ায় জাহের আলভী খুব সহযোগিতা করেছে, লিডারে যথারীতি মীর রাব্বিও। ধন্যবাদ আমার দুই নাটকের পরিচালক আদিফ হাসান ও সম্রাট জাহাঙ্গীর। তাদের সঙ্গে আগামীতে আরও ভালো ভালো গল্পের নাটকে কাজ করার প্রত্যাশা রাখি।’
এদিকে তাসুনভা তিশা গতকাল থেকে পূবাইলে ‘মন দরিয়া’ নামের একটি নাটকের কাজ শুরু করেছেন। আগামী ৮ ও ৯ জুলাই তিনি চয়নিকা চৌধুরীর নির্দেশনায় আরও একটি নাটকের কাজ করবেন। এরই মধ্যে বিটিভিতে প্রচারিত হয়েছে তাসনুভা তিশা ও সোহেল মণ্ডল অভিনীত নাটক ‘দরজার ওপাশে’। এটি বিটিভি নির্মিত একটি নাটক।
মন্তব্য করুন