শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ফাতেমা রানীর তীর্থোৎসবে আলোকিত গারো পাহাড়

শেরপুরের নালিতাবাড়ীতে ফাতেমা রানীর তীর্থোৎসবে আলোকিত গারো পাহাড়। ছবি : কালবেলা
শেরপুরের নালিতাবাড়ীতে ফাতেমা রানীর তীর্থোৎসবে আলোকিত গারো পাহাড়। ছবি : কালবেলা

পাহাড়ের আঁকাবাঁকা প্রায় দুই কিলোমিটারেরও বেশি উঁচুনিচু ঢালু পথ পাড়ি দিয়ে এভাবেই আলোক শোভাযাত্রা করে গন্তব্য পাড়ি দিলেন হাজারো খৃস্ট ভক্ত। মা মারিয়ার আশীর্বাদপ্রাপ্ত স্থান শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ‘বারোমারি সাধু লিওর খ্রিস্টধর্মপল্লি’তে ছিল এ বছরের আয়োজন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই শুরু হয় ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ফাতেমা রানীর তীর্থোৎসব। দুই দিনব্যাপী এই তীর্থোৎসব শুক্রবার (৩১ অক্টোবর) জীবন্ত ক্রুশের পথ ও পবিত্র মহাখ্রিস্টযাগের মধ্যদিয়ে শেষ হচ্ছে।

শুধু ক্যাথলিক খ্রিস্টানই নন, অন্য ধর্মাবলম্বীরাও প্রতিবছর অংশ নেন এই উৎসবে। এ বছরের উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত কেভিন এস র‌্যান্ডেল। এ সময় জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, প্রতি বছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবারে এই তীর্থযাত্রার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে প্রধান পৌরহিত্যকারী ন্যুনসিওকে বরণ, তীর্থের জুবিলী উদজাপন, পুর্নমিলন সংস্কার, পবিত্র খ্রিস্টযাগ, জপমালার প্রার্থনা, আলোক শোভাযাত্রা, সাক্রান্তের আরাধনা, নিরাময় অনুষ্ঠান, ব্যক্তিগত প্রার্থনা ও নিশি জাগরণের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়। আজ শুক্রবার সকাল ৮টায় জীবন্ত ক্রুশের পথ অতিক্রম এবং সকাল ১০টায় মহাখ্রিস্টযোগের মধ্যদিয়ে শেষ হবে এবারের তীর্থোৎসব।

১৯৪২ সালে ৪২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় বারোমারি সাধু লিওর ধর্মপল্লি। ১৯৯৮ সালে প্রয়াত বিশপ ফ্রান্সিস এ গমেজ স্থানটিকে ফাতেমা রানীর তীর্থস্থান হিসেবে ঘোষণা করেন। তখন থেকেই প্রতিবছর আয়োজিত হয়ে আসছে এই ধর্মীয় উৎসব। এ বছর প্রায় ৩০-৪০ হাজার দেশি-বিদেশি রোমান ক্যাথলিক তীর্থযাত্রী অংশ নিয়েছেন উৎসবে। সার্বিকভাবে উৎসব এলাকা ছিল আলো, প্রার্থনা ও শান্তির আবহে মোড়ানো।

রংপুর থেকে আসা তীর্থযাত্রী রিপন আরেং বলেন, সবাই যখন মোমবাতি প্রজ্বলন করে প্রার্থনা করতে করতে পাহাড়ি আঁকাবাঁকা পথ অতিক্রম করছিলেন, তখন পাহাড় আলোয় আলোকিত হয়ে উঠেছিল। তীর্থে আমরা মা মারিয়ার কাছে প্রার্থনা করতে এসেছি।

চট্টগ্রাম থেকে আসা রীতা নকরেক বলেন, পুত্রবধূর সন্তান হচ্ছিল না। গতবার মানত করার পর এবার নাতি পেয়েছি। তাই এবার নাতিকে নিয়ে আবার এসেছি।

গাজীপুর থেকে পরিবারের সঙ্গে আসা শিক্ষার্থী ঝর্ণা আরেং বলেন, মারিয়ার কাছে এলে মনে এক ধরনের শান্তি পাই। আমরা প্রার্থনা করি যেন জীবনের দুঃখ-কষ্ট দূর হয়। প্রতি বছর এই সময়টার অপেক্ষায় থাকি।

এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, আমরা এই তীর্থযাত্রাকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থায় রেখেছি। পাঁচ শতাধিক পুলিশ পোশাকে এবং সাদা পোশাকে দায়িত্ব পালন করছে। এছাড়াও র‌্যাব, বিজিবি, এপিবিএন ও স্বেচ্ছাসেবক কাজ করছে। যে-কোনো ঝুঁকি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।

শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, এই উৎসবটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবস্থাপনায়। জেলা ও উপজেলা প্রশাসন দীর্ঘ ১৫ দিন যাবত সহযোগিতা করে আসছে। এবারের তীর্থযাত্রায় সারা দেশের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করেছে।

ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কুবি সিএসসি বলেন, এ উৎসবের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণে প্রার্থনা করা হয়েছে। ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ তীর্থে দেশ-বিদেশের হাজারো মানুষ সমবেত হয়েছেন। তারা দুই দিনব্যাপী তীর্থে নানা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। মা ফাতেমা রানীর কাছে দেশ ও মানবজাতির কল্যাণে প্রার্থনা শেষে যার যার বাড়ি ফিরে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : সেলিমুজ্জামান

‘ঢাকায় দানোত্তম কঠিন চীবর দান উৎসব’

আখাউড়ার ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিলেন কবীর ভূঁইয়া

ত্রয়োদশ সংসদ নির্বাচন / ৭৫ আসনে প্রার্থিতা ঘোষণা লেবার পার্টির

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে ৩১ দফার প্রচারণা

পানিতে মৃত্যু একমাত্র মেয়ের, হেলিকপ্টারে এসে শেষবারের মতো দেখলেন প্রবাসী বাবা

বগুড়ায় আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে, প্রত্যাশা তামিম ইকবালের

কোনো লোক বিনা চিকিৎসায় মারা যাবে না : মোস্তফা জামান

সদস্য ফরম পূরণ করে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

ববি ছাত্র সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের খসড়া প্রকাশ

১০

অদৃশ্য শক্তিকে পরাজিত করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : মুরাদ

১১

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির রাজনীতি : কফিল উদ্দিন

১২

আফ্রিকার এক দেশে ব্যাপক সহিংসতা, নিহত ৭০০

১৩

টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব

১৪

সরকারি কলেজের প্যাডে বিয়ের দাওয়াতপত্র

১৫

মোবাইল ফোন চুরি বা হারালে ব্লক করার প্রক্রিয়া

১৬

গণভোট নয়, জনগণ সরকার গঠন করবে ব্যালটে : জুয়েল

১৭

হাওরে জাল ফেলে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

১৮

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

১৯

প্যান্টের পকেটে লুকানো ছিল স্বর্ণের ৬ বার

২০
X