

জনপ্রিয় সংগীতশিল্পী সালমা এবার নিয়ে এলেন নতুন গান ‘বন্ধু কী মন্ত্রনা জানে রে’, যা এরই মধ্যে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির লেখক ও সুরকার দেওয়ান জসীম, সংগীতায়োজন করেছেন সাজন খান এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আসিফ আহসান। এ গানে সালমার সহশিল্পী হয়েছেন সজীব শান।
নতুন এ গান নিয়ে সালমা বলেন, ‘সাধারণত যে ধরনের গান আমি গাই, সে ধরনেরই এটি। আশা করছি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে। গানের কথা ও সুর ভীষণ মায়ায় ভরা। গীতিকার, সুরকার, সংগীতায়োজক এবং ভিডিও নির্মাতাকে ধন্যবাদ। এ ছাড়া সামনে আমার আরও নতুন মৌলিক গান আসছে, যার জন্য আমি আশাবাদী।’
এ সময় স্টেজ শো এবং নতুন গান প্রসঙ্গে সালমা আরও বলেন, ‘বর্তমানে দেশজুড়ে স্টেজ শো কম হলেও আমি ব্যস্ত। কক্সবাজারসহ কয়েকটি স্টেজ শো শেষ করেছি এবং নভেম্বর-ডিসেম্বর জুড়ে আরও পারফর্ম করব। সাধারণত ফোক গান এবং লালনগীতি গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আধুনিক গানও কখনো কখনো গাই, তবে সব স্টেজ শোয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে গান শেষ করতে হয়। এ ছাড়া কিছু নতুন গানও করেছি, যা শিগগিরই প্রকাশ হবে।’
মন্তব্য করুন