

চাঁদপুরের হাইমচরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করা হয়েছে। এ অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে ৯ নং ওয়ার্ডের রাঢ়ী কান্দিতে একটি ধানক্ষেত থেকে কাকলি বেগমের (২২) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহিরুল ইসলামকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে রাঢ়ী কান্দির খালপাড়ে একটি ধানক্ষেতে কাকলি বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা জহিরুল ইসলামকে পার্শ্ববর্তী এলাকা থেকে আটক করেন।
স্থানীয়রা আটককৃত জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেই স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, তিনি কাকলিকে ধানক্ষেতের পাশে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পরে স্থানীয়রা তাকে নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের হাতে তুলে দেন।
আটককৃত জহিরুল ইসলাম স্থানীয়দের এবং পরবর্তীতে পুলিশের কাছে দাবি করেন, ‘আমি সাংসারিকভাবে তাকে নিয়ে অশান্তিতে ছিলাম। তাকে ধান ক্ষেতের পাশে নিয়ে হাত পা বেঁধে হত্যা করি।’
তবে স্থানীয়দের কেউ কেউ জহিরুল ইসলামের অন্য কোনো নারীকে বিয়ে করার পরিকল্পনা ছিল বলে সন্দেহ প্রকাশ করেছেন।
এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর স্বামী হত্যাকাণ্ডে জড়িত। পুলিশ তাকে আটক করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।
মন্তব্য করুন