সালটা ২০১৮। লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় সেরা ১২-তে ছিলেন সাবিনা রিমা। তবে এর আগেই গিয়াস উদ্দিন সেলিমের ‘বাজারে প্রেমের দর’ শিরোনামে টেলিফিল্ম করে শোবিজে পরিচিতি পান তিনি। লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় অংশগ্রহণের পর আরও কাজের প্রস্তাব পেতে থাকেন এ অভিনেত্রী। ছোট পর্দায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও চঞ্চল চৌধুরীর মতো অভিনেতাদের সঙ্গেও। কিন্তু বেশ কিছুদিন ধরে নাট্যাঙ্গন থেকে দূরে আছেন এ অভিনেত্রী।
কোথায় আছেন, কী করছেন সাবিনা—এসব কৌতূহল মেটাতে কালবেলার সঙ্গে মোবাইল ফোনে আলাপ হয় অভিনেত্রীর। জানান, ভালো আছেন তিনি। দিনকাল ভালোই কাটছে। তবে নাটকে ফিরতে একেবারেই নারাজ সাবিনা। করতে চাইছেন সিনেমা। সাবিনার ভাষ্য, নাটকে ডাক পেলেও কাজ করবেন না তিনি।
অভিনেত্রী বলেন, বড় পর্দায় কাজ করব। বিগ স্ক্রিনই আমার প্রয়োজন। সিনেমায় কাজ করার একটা পরিকল্পনা আছে আমার। হঠাৎ করে আমি একটা ধামাকা দেব।
কী ধরনের চরিত্রে কাজ করতে চান? উত্তরে সাবিনা বলেন, যে চরিত্রকে দর্শক ভালোবাসবে, মনে ধারণ করবে, সে ধরনের চরিত্রে কাজ করতে চাই। যে চরিত্রও আমাকে অন্য কোনো সত্তাকে সামনে আনার সুযোগ দেবে, যে চরিত্রে কোনো মেসেজ থাকবে, সে ধরনের চরিত্রে কাজ করব।
দেশের সব নায়কের কাজই ভালো লাগে সাবিনার। কিন্তু কারও সঙ্গেই জুটি বাঁধতে রাজি নন তিনি। অভিনেত্রী বলেন, জুটি তৈরি করতে চাই না আমি। জুটি বাঁধায় আমি বিশ্বাসী নই। জুটি ছাড়াও তো কাজ করা যায়। একা-একাও গল্প টেনে নেওয়া যায়।
অভিনয়ে দক্ষতা বাড়াতে সিনেমা দেখার পাশাপাশি গল্পের বই পড়েন সাবিনা। বললেন, বইয়ের চরিত্রগুলো আমি নিজের মধ্যে ধারণের চেষ্টা করি। অভিনয় দক্ষতা বাড়াতেই বই পড়ি। গল্পের চরিত্রগুলো আমি ধারণ করতে চেষ্টা করি।
ওটিটিতেও আগ্রহ আছে সাবিনার। সেখানে ভালো গল্প পেলে কাজ করবেন তিনি। তবে ফোকাস বড় পর্দায়। বললেন, আপাতত কোনো কাজ করছি না। কাজের জন্য যোগাযোগও করছি না। সিনেমার প্রস্তুতি নিচ্ছি।