সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্প অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্প অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রামে ‘শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্প-২০২৫’-এর আয়োজনে শিল্পীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সকাল ১০টায় ‘শিল্পিত সৃজনে কহিবো কথা, গাহিবো ঐক্যের গান’ শীর্ষক দিনব্যাপী শিল্প উৎসবের এ আয়োজনে শিল্পীদের ঢল নামে।

অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম চারুকলা সুরক্ষা সাংস্কৃতিক ঐক্যের ডাক।

সম্মিলনে অংশগ্রহণকারীরা চট্টগ্রামে পূর্ণাঙ্গ ও স্বায়ত্তশাসিত চারুকলা ও ললিতকলা বিষয়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। সেই সঙ্গে তারা স্পষ্টভাবে ঘোষণা করে বলেন, ঐতিহ্যবাহী চারুকলা প্রাঙ্গণকে ক্লাব বা বাণিজ্যিক কার্যক্রমের জন্য ব্যবহার মেনে নেওয়া হবে না।

অতিথিরা বলেন, চারুকলা বিদ্যাপীঠ কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি চট্টগ্রামবাসীর আত্মপরিচয় ও চেতনাবোধের উৎস। শিল্পী রশিদ চৌধুরীর হাতে গড়া এ প্রতিষ্ঠানকে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে না পারলে আমাদের শিল্প-পরিচয় ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রাম চারুকলা সুরক্ষার আন্দোলন শুধু শিল্পীদের নয়, বরং এটি সমগ্র নগরবাসীর সাংস্কৃতিক উত্তরাধিকার ও আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী খাজা কাইয়ুম, আবৃত্তি সংগঠক আবদুল হালিম দোভাষ, নাট্যজন শিশির দত্ত, চট্টগ্রাম চলচ্চিত্র সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা শৈবাল চৌধুরী, শিল্পী রওশান আরা রোশনা, শিল্পী লুঘ্র ঢুকে ক্ষী ধর, শিল্পী প্রণব দাশ, শিল্পী আনোয়ার কবির চৌধুরী, শিল্পী বীজন মজুমদার, শিল্পী সুজা উদ্দিন আহমেদ, শিল্পী মনজুর হোসেন, শিল্পী আবেশ কুমার ইন্দু। আরও উপস্থিত ছিলেন- শিল্পী সঞ্জীত রায়, শিল্পী মিখাইল মোহাম্মদ রফিক, শিল্পী ফজলে রাব্বি, নাট্যজন মুনির হেলাল, নাট্যজন জোবাইদুর রশীদ, নাট্যজন আলোক মাহমুদ, নাট্যজন মুহাম্মদ শাহ আলম, নাট্যজন সাইফুল ইসলাম, নাট্যজন শহীদুল করিম নিন্টু, নাট্যজন মিসফাক রাসেল, নৃত্য শিল্পী শুভ্রা সেন, আবৃত্তি শিল্পী ফারুক তাহের, আবৃত্তি শিল্পী সেলিম রেজা সাগরসহ সংগীতশিল্পী, নৃত্যশিল্পী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকবৃন্দ। তারা সম্মিলিতভাবে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন এবং ক্যানভাসে লাল-সবুজের রং ছড়িয়ে দেন।

দিনব্যাপী এ সম্মিলনে সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমির মূল মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন- উচ্চারক আবৃত্তি কুঞ্জ, একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী কঙ্কন দাশ, প্রণব চৌধুরী, মুজাহিদুল ইসলাম, সেলিম রেজা সাগর, দলীয় নৃত্য পরিবেশন করেন স্কুল অফ ওরিয়েন্টাল ড্যান্স, সঞ্চারী নৃত্যকলা, নটরাজ নৃত্যকলা একাডেমি। একক সংগীত পরিবেশন করেন শিল্পী অপু বর্মন, শিল্পী মো. শাহ জাহান ও শিল্পী লিটন নন্দি। একক অভিনয় পরিবেশন করেন নাট্যশিল্পী সাইফুল ইসলাম।

উল্লেখ্য, শিল্পী রশিদ চৌধুরীর স্বপ্ন ও স্থানীয় মানুষের শ্রম-সহযোগিতায় গড়ে ওঠা চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দেশের শিল্পচর্চার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ক্লাব গঠনের উদ্যোগে এ প্রাঙ্গণের ঐতিহাসিক মর্যাদা হুমকির মুখে পড়েছে বলে শিল্পী ও নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১০

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১১

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১২

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৩

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৪

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৫

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৬

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৭

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৮

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৯

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

২০
X