

বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং বেশ জনপ্রিয়। তবে সঠিক দিকনির্দেশনা ও গাইডলাইনের অভাবে অনেকেই এ পথে সফল হতে পারেন না। ফ্রিল্যান্সিং জগতে সফল ক্যারিয়ার গড়তে এবং নিজের দক্ষতাকে আয়ে রূপান্তর করতে ইচ্ছুকদের জন্য লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলাম নিয়ে এসেছেন তার নতুন বই ‘ফ্রিল্যান্সারের আদর্শলিপি’।
বইটি তরুণ শিক্ষার্থী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ, এমনকি গৃহিণীদের জন্যও একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ হিসেবে কাজ করবে। ফ্রিল্যান্সিংয়ের খুঁটিনাটি বিষয়গুলো অত্যন্ত সহজ ভাষায় বইটিতে তুলে ধরা হয়েছে।
‘ফ্রিল্যান্সারের আদর্শলিপি’-তে ফ্রিল্যান্সিং সম্পর্কে মূল ধারণা, ক্যারিয়ার গড়ার গাইডলাইন, প্রচলিত ভুল ধারণা ও সঠিক তথ্য এবং আয়ের বাস্তবসম্মত পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া নতুনদের জন্য মার্কেটপ্লেস নির্ধারণ, প্রোফাইল তৈরির কৌশল, প্রজেক্ট পাওয়ার উপায়, পেমেন্ট পদ্ধতি এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও উঠে এসেছে বিস্তারিতভাবে। অনুপ্রেরণা জোগাতে বইয়ের শেষে যুক্ত করা হয়েছে নির্বাচিত সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জীবন ও উত্থানের গল্প।
বইটি প্রসঙ্গে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘তরুণ থেকে বৃদ্ধ যারাই ফ্রিল্যান্সার বা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য আমি এই বইটি লিখেছি। এই বই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পরিশ্রমের ফসল। আমি মনে করি, যে কেউ যে কোনো জায়গা থেকে কেবল একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগকে পুঁজি করে গড়ে তুলতে পারে নিজের আয়ের জগৎ। কর্মসংস্থানের নতুন নতুন দুয়ার খুলে দিয়ে টেকসই ক্যারিয়ার গড়ার পথ দেখাবে আমার এই বই।’
‘ফ্রিল্যান্সারের আদর্শলিপি’ বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ এবং এর মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। বর্তমানে বইটি দেশের প্রধান বইয়ের দোকানগুলোর পাশাপাশি প্রথমা ডটকম ও রকমারি ডটকমসহ সকল অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
মন্তব্য করুন