কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১০:০৬ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে প্রবৃদ্ধি হবে ৫.২% : বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক

চলতি অর্থবছর বাংলাদেশে বাজারমূল্যের দিক দিয়ে মোট দেশজ উৎপাদনে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে। মঙ্গলবার সাম্প্রতিক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে বলা হয়, ২০২১-২২ অর্থবছর বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হয় ৭ দশমিক ১ শতাংশ। উচ্চ মূল্যস্ফীতি, নীতিগত অনিশ্চয়তা এবং দুর্বল চাহিদা বাংলাদেশে প্রবৃদ্ধি মন্থর করবে। তবে আগামী দুই অর্থবছর নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানটি। মূল্যস্ফীতির চাপ হ্রাস, সংস্কারকাজ বাস্তবায়নের পাশাপাশি পরিবহন ও জ্বালানি অবকাঠামোবিষয়ক মেগা প্রকল্পগুলো শেষ হওয়ায় ২০২৩-২৪ অর্থবছর ৬ দশমিক ২ ও ২০২৪-২৫ অর্থবছর ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ডলার সংকট নিয়ন্ত্রণে বাংলাদেশ ক্রমাগত আমদানি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে। সেইসঙ্গে দেশটিতে শিল্প উৎপাদন এবং সেবা খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে জ্বালানি ঘাটতি। কর্মসংস্থানে উন্নতি হওয়া সত্ত্বেও উপার্জন এখনো সেই অনুপাতে বাড়েনি। এসব কারণে চলতি অর্থবছর বাংলাদেশে বাজারমূল্যের দিক দিয়ে মোট দেশজ উৎপাদনে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে। দক্ষিণ এশিয়ায় উৎপাদনের তিন-চতুর্থাংশ উৎপাদন করে ভারত। চলতি বছরের শুরুতে দেশটিতে উৎপাদন কমেছে।

২০২১-২২ অর্থবছর দেশটিতে জিডিপি প্রবৃদ্ধি ৯ দশমিক ১ শতাংশ হলেও ২০২২-২৩ অর্থবছর ৭ দশমিক ২ শতাংশের পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছর (এপ্রিল ২৩-মার্চ ২৪) দেশটিতে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়া পূর্বাভাসে বলা হয়, ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় প্রবৃদ্ধি হবে যথাক্রমে ৪ দশমিক ৫, ৪ দশমিক ১, দশমিক ৪ ও ঋণাত্মক ৪ দশমিক ৩ শতাংশ।

দক্ষিণ এশিয়ায় চলতি বছর ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে বিশ্বব্যাংক। তবে আগামী বছর প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমে ৫ দশমিক ১ শতাংশ হতে পারে। এ অঞ্চলের বেশ কিছু দেশে সরকারি ও বিদেশি ঋণ বেড়েছে উল্লেখযোগ্য হারে। এ ছাড়া কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সেইসঙ্গে আছে আর্থ-সামাজিক উদ্বেগ। এ ধরনের সংকটে উৎপাদন কমতে পারে।

আর দক্ষিণ এশিয়ার অর্থনীতিগুলো জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ অঞ্চলের অর্ধেকেরও বেশি দুই দশক ধরে এক বা একাধিক জলবায়ুসম্পর্কিত বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নের ঝুঁকি বাড়ছে, স্থিতিস্থাপকতা বাড়ানো জরুরি। ২০২৩ সালে বিশ্বব্যাপী ২ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ২০২২ সালে এ হার ছিল ৩ দশমিক ১ শতাংশ। বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বাড়ানোয় বিকাশমান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে আর্থিক চাপের ঝুঁকি তীব্র হচ্ছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। বিকাশমান বাজার ও উন্নয়নশীল অর্থনীতিতে গত বছর ৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হলেও এবার এ হার ২ দশমিক ৯ শতাংশ নির্ধারণ করেছে বিশ্বব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রার্থিতা ফিরে পেলেন অধ্যাপক রফিকুল ইসলাম

২৪-০ গোলে জিতল ঋতুপর্ণারা

ডাকসু নেতার ‘কোটা না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

১০

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

১১

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

১২

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

১৩

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

১৪

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

১৫

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৬

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

১৭

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১৯

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

২০
X