কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৯:১৫ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আইসিসি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা
আইসিসি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা

ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সফররত ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সোমবার (৭ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

আরও পড়ুন : রিজার্ভ কমল আরও ৫ কোটি ডলার

আইসিসির মহাপরিচালক ও প্রতিনিধিদলের নেতা রাজীভ সিং এর নেতৃত্বে ভারতের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল গত রোববার বাংলাদেশে আসেন। তারা বিমসটেক এনার্জি কনক্লেভে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের সরকার ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন। আজ তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনের সঙ্গে বৈঠক করেন। এসময় ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশই বাণিজ্য ও বিনিয়োগে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি করেছে। পরস্পরের অর্থনীতিকে পরিপূরক করার জন্য দুদেশের একসঙ্গে আরও কাজ করা উচিত। এসময় তিনি মহামারি কোভিড পরবর্তী সংকটের পাশাপাশি চলমান ভূ-রাজনৈতিক সংকটের কারণে অর্থনৈতিক মন্দার উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে। যা দুদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হয়েছে।

মন্ত্রী ভারসাম্যপূর্ণভাবে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য কাজ করার ওপর জোর দেন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়াতে সব ধরনের বাণিজ্য বাধা, বিশেষ করে শুল্ক ও অশুল্ক বাধা অপসারণের ওপর জোর দেন। এসময় তিনি প্রতিবেশী দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে এবং দেশের অনুকূল বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নেওয়ার আহ্বান জানান।

ভারতীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সাম্প্রতিক উল্লেখযোগ্য আর্থসামাজিক প্রবৃদ্ধির প্রশংসা করেন। দুদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য বিভিন্ন ব্যবসায়িক সংস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তাদের প্রস্তুতির কথা জানান তারা। তারা বাংলাদেশে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎখাতে বিনিয়োগে তাদের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়াও তারা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের জন্য বিমসটেক চেম্বার অব কমার্স চালু করারও প্রস্তাব করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ ধারণার প্রশংসা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিল, বাংলাদেশ ৪৪তম

‘ওই নারী যদি ভাগ্যে থাকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন’

টানা ৫ দিন বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

গাজায় প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাথায় আঘাত পেলে কী করবেন

নুর-সম্রাটের ওপর হামলা চালানো লাল টি-শার্ট পরা কে এই যুবক?

কমলা হ্যারিসের রাষ্ট্রীয় সুবিধায় ট্রাম্পের হস্তক্ষেপ

নির্বাচনী রোডম্যাপের পর অনেকের অস্থিরতা বেড়েছে : মোনায়েম মুন্না

পেঁয়াজ-রসুন-আদার বাজারে অস্থিরতা

বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস, পরিসংখ্যানে কারা এগিয়ে

১০

রয়্যাল এনফিল্ড কেনায় বিশেষ সুবিধা দেবে কমিউনিটি ব্যাংক

১১

নুরের ওপর হামলার বিষয়ে জুলকারনাইন সায়েরের পোস্ট 

১২

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে যোগ দিতে বাধা

১৩

এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ

১৪

নিয়ম পরিবর্তন করে নির্বাচন দেন, আপত্তি থাকবে না : হাসনাত

১৫

তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

১৭

নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

১৮

মানুষ ঘুমের মধ্যে হাসি কিসের লক্ষণ

১৯

জাপার কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

২০
X