কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণে সুদের হার নামল ৪ শতাংশে

আইসিবির আবেদনের প্রেক্ষিতে কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ছবি : সংগৃহীত
আইসিবির আবেদনের প্রেক্ষিতে কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ছবি : সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে সরকারের গ্যারান্টিতে দেওয়া তিন হাজার কোটি টাকা ঋণে সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রথমে ১০ শতাংশ হারে সুদ নির্ধারণ হলেও তা আইসিবির আবেদনের প্রেক্ষিতে কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু আহমেদ বলেন, প্রথমে যে ১০ শতাংশ সুদের হার ধরা হয়েছিল তা অনেক বেশি ছিল। এত চড়া সুদে ঋণে নেওয়া আরও উল্টো বোঝা। তাই আইসিবি থেকে এই সুদ হার কমানোর জন্য আবেদন করা হয়েছিল। সেটা আমলে নিয়ে বাংলাদেশ ব্যাংক তা কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করেছে।

তিনি আরও বলেন, সুদ হার ৪ শতাংশ করায় তা অনেক ভালো হয়েছে। এখন আর এই ঋণ বোঝা মনে হবে না। এই ঋণের প্রাপ্ত অর্থের ৬০ শতাংশ ঋণ পরিশোধ করা হবে এবং ৪০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করার একটা আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

জানা যায়, পুঁজিবাজারে বিনিয়োগ ও ঋণশোধের জন্য সভরেন গ্যারান্টির বিপরীতে আইসিবিকে ১০ শতাংশ সুদে ৩ হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করেছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু ১০ শতাংশ সুদ অনেক বেশি অভিহিত করে ৪ শতংশ করার প্রস্তাব জানায় আইসিবি। এবার সুদের হার কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করে আইসিবির প্রস্তাব অনুমোদন করে।

এর আগে ১৩ নভেম্বর আইসিবিকে ৩ হাজার কোটি টাকার ঋণ দেওয়ার জন্য সরকারি নিশ্চয়তা বা সভরেন গ্যারান্টি প্রদান করে। সেই সভরেন গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করে।

এরপর ২৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংক আইসিবিকে ৩ হাজার টাকার ঋণের চিঠি প্রেরণ করে। চিঠিতে ঋণের সুদহার ধার্য্য করা হয় ১০ শতাংশ। ঋণের মেয়াদ নির্ধারণ করা হয় দেড় বছর। কিন্তু চড়া সুদে দেড় বছরের জন্য ঋণ নিয়ে আইসিবির পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে মনে করেছে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

এ জন্য ২৮ নভেম্বর তিনি সুদের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাব দিয়ে চিঠি পাঠান। এর প্রেক্ষিতে সুদের হার কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করে আইসিবির প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।

আইসিবিকে ঋণ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছিল, ওই ঋণ নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে আইসিবি। এই টাকা তারা শেয়ারবাজারে স্থিতিশীলতা আনয়ন ও উচ্চ সুদে নেওয়া তহবিল পরিশোধে ব্যবহার করবে।

এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয় নিশ্চয়তা দিয়ে বলেছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আইসিবির অনুকূলে দেওয়া ৩ হাজার কোটি টাকার ঋণ বা ঋণের ওপর আরোপিত সুদ বা সুদাসল পরিশোধে আইসিবি ব্যর্থ হলে সরকার তা পরিশোধ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলেই কি পিসিবির কাছে ক্ষমা চেয়েছিলেন পাইক্রফট?

কুমিল্লায় ফের বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ

গার্দিওলার চোখে ইতিহাসের সেরা কোচ কে?

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের শিল্প গ্রুপের দুই কর্মকর্তা গ্রেপ্তার 

আজ প্রথম প্রেম মনে করার দিন

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজারো ইসরায়েলি

কীভাবে বুঝবেন ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া হয়েছে

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

নিখোঁজের এক মাস পর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের লাশ

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ১

১০

টানা ৫ দিন বৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

১১

বাকৃবিতে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

১২

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসে খুন হলেন নারী 

১৪

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে প্রতিক্রিয়া জানাল ভারত

১৫

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

১৬

মেন্টরস' স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ‘স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ওপেন ডে’

১৭

পাকা চুল বা দাড়ি তুলে ফেলা কি জায়েজ?

১৮

শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ

১৯

পূর্বপুরুষের হস্তান্তর করা জমি দাবি করে আরেক জমি দখলচেষ্টার অভিযোগ

২০
X