ঢাকা কলেজে সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত পাঠাগার স্থাপন করেছে শাখা ছাত্রদলের এক নেতা। সংগঠনটির কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান ফজলে হাসান নিয়নের একক উদ্যোগে এ পাঠাগারটি স্থাপিত হয়।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কলেজের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্যোক্তারা জানান, উন্মুক্ত পাঠাগারটিতে রাজনৈতিক দর্শন, অর্থনীতি, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, সাহিত্যসহ নানা বিষয়ের গুরুত্বপূর্ণ বই থাকবে। শিক্ষার্থীরা চাইলে পাঠাগার প্রাঙ্গণেই বই পড়ে নিতে পারবেন, আবার নির্দিষ্ট শর্তে বই ধারও নিতে পারবেন।
দেওয়ান ফজলে হাসান নিয়ন কালবেলাকে বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, তার অন্যতম হলো—সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণমুখী ও শিক্ষাবান্ধব কর্মসূচি গ্রহণ করা। আমরা চাই, ছাত্ররাজনীতি যেন কেবল স্লোগান আর মিছিলের মধ্যে সীমাবদ্ধ না থেকে, একটি ইতিবাচক সাংস্কৃতিক পরিবর্তনের বাহক হয়ে উঠুক। এই পাঠাগার সেই লক্ষ্যেই আমাদের ছোট্ট প্রয়াস।
তিনি আরও বলেন, রাজনীতির পাঠ যতটা মিছিলে, ততটাই বইয়েও—এই উপলব্ধি থেকেই আমরা চাইছি, ক্যাম্পাসে পাঠচর্চার সংস্কৃতি ফিরিয়ে আনতে। এটি শুধু একটা পাঠাগার নয়, এটা একটি রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা, যা প্রজন্মকে আলোচনাপ্রবণ, পাঠনিবিষ্ট ও যুক্তিনির্ভর করে গড়ে তুলবে।
পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম, শাহজাহান সৌরভ, সিরাজুম মনির নায়েব, এস এম রবিন, আদনান মাহমুদ আরিফ, নাদিম খান, ফাহিম শাহরিয়ার সাদ, রাকিব রায়হান, নাফিজ আহম্মেদ, পারভেজ হোসেন, ইয়াসিন হাসান আদিব, কাজী রাসেলসহ অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী।
ঢাকা কলেজের অনেক শিক্ষার্থী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান রাজনৈতিক অঙ্গনে যেখানে সহিংসতা, বিভাজন ও বিতর্ক বেশি চোখে পড়ে, সেখানে ছাত্রদলের এই ধরনের শিক্ষাবান্ধব পদক্ষেপ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ সময় বক্তারা বলেন, শিক্ষাঙ্গনের রাজনীতি এখন কেবল কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে সীমাবদ্ধ হয়ে পড়েছে। কিন্তু রাজনীতির প্রকৃত সৌন্দর্য হচ্ছে—জ্ঞানচর্চা, বিতর্ক, বইপড়া এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত নেতৃত্ব তৈরি। উন্মুক্ত পাঠাগার সেই মূল্যবোধের প্রতি দায়বদ্ধ এক প্রয়াস।
মন্তব্য করুন