কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে

এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক নয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বা লিজিং কোম্পানিতে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক হতে পারবে না এবং এক পরিবার থেকে ১৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করা যাবে না। তবে এক পরিবারে শেয়ার ৫ শতাংশের কম হলে সে পরিবার থেকে সর্বোচ্চ একজন পরিচালক হওয়ার সুযোগ পাবে। আর ৫ শতাংশের বেশি হলে দুজন পরিচালক হতে পারবেন। ‘ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩’-এর খসড়ায় এমন বিধান রেখে তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক হতে পারবে না এমন বিধান রেখে ‘ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সেইসঙ্গে এক পরিবার থেকে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ১৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করা যাবে না। এ ছাড়াও এসমস্ত প্রতিষ্ঠানে দুজন স্বতন্ত্র পরিচালকসহ সর্বোচ্চ ১৫ জন পরিচালক থাকতে পারবে।

তিনি বলেন, নন-ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পর তিন কারণে ঋণ খেলাপি বলা যাবে। তা হলো সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ শোধ না করলে, যে কারণ দেখিয়ে ঋণ নেওয়া হয়েছে সে কারণে ঋণের ব্যবহার না করলে এবং ভুয়া কাগজপত্র দেখিয়ে ঋণ নিলে তিনি ঋণ খেলাপি হবেন।

মাহবুব আরও জানান, পরিচালকদের মেয়াদ হবে তিন বছর। একজন পরিচালক পরপর তিন মেয়াদে সর্বোচ্চ ৯ বছর পরিচালক থাকতে পারবেন। এসব আর্থিক প্রতিষ্ঠান যদি সাবসিডিয়ারি কোম্পানি করতে চায় তাহলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া সুদ মওকুফ করা যাবে না। প্রতিষ্ঠানের পরিচালকরা যদি লাইসেন্সের শর্ত লঙ্ঘন করেন তাহলে সর্বনিম্ন ১০ লাখ এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা করা যাবে। বর্তমান আইনে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা।

তিনি আরও জানান, ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হন তাহলে তাকে দুই বছরের ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধে ব্যর্থ হলে তার নামে ফৌজদারি আদালতে মামলা করা যাবে। এছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাসহ নানা বিধি-নিষেধ আসবে।

নাটোর পাচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় : নাটোরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে এ সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন,২০২৩ নামে আইনটিতে গতকাল মন্ত্রিসভা অনুমোদন দেয়।

এর আগে গত ২৮ আগস্ট ড. এম ওয়াজেদ মিয়ার নামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

ড. এম এ ওয়াজেদ মিয়া খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী। তিনি ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৬৭ বছর বয়সে তিনি ২০০৯ সালের ৯ মে রাজধানী ঢাকায় ইন্তেকাল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

জুলাই গণঅভ্যুত্থানের প্রাণ ভোমরারা হতাশ হয়েছেন : নুর

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

এবার চট্টগ্রামে সাংবাদিককে গলা টিপে হত্যাচেষ্টা

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

এনসিপির হয়ে নির্বাচন করব কিনা সিদ্ধান্ত নেইনি : আসিফ মাহমুদ

সবাইকে টেস্ট খেলানো জরুরি নয় : জোরাজুরিতে দেউলিয়ার শঙ্কা

প্রবাসেও আপ বাংলাদেশের কমিটি ঘোষণা 

ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায়

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনকে আর্থিক সহায়তার চেক দিল যমুনা অয়েল

১০

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা-অটোরিকশা দিলেন তারেক রহমান

১১

৩০০ আসনে নির্বাচনের পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ 

১২

ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণে চীন যাচ্ছেন ১১ জন

১৩

সামাজিক কাজে অবদান রাখায় নিবন্ধন পেল প্রভাত

১৪

স্বাস্থ্যের ডিজির আশ্বাসে মন গলেনি, নতুন কর্মসূচি ছাত্র-জনতার

১৫

শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান

১৬

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : চরমোনাইর পীর

১৭

চট্টগ্রামে ১০ লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়রের

১৮

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

১৯

গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের

২০
X