কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে

এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক নয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বা লিজিং কোম্পানিতে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক হতে পারবে না এবং এক পরিবার থেকে ১৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করা যাবে না। তবে এক পরিবারে শেয়ার ৫ শতাংশের কম হলে সে পরিবার থেকে সর্বোচ্চ একজন পরিচালক হওয়ার সুযোগ পাবে। আর ৫ শতাংশের বেশি হলে দুজন পরিচালক হতে পারবেন। ‘ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩’-এর খসড়ায় এমন বিধান রেখে তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক হতে পারবে না এমন বিধান রেখে ‘ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সেইসঙ্গে এক পরিবার থেকে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ১৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করা যাবে না। এ ছাড়াও এসমস্ত প্রতিষ্ঠানে দুজন স্বতন্ত্র পরিচালকসহ সর্বোচ্চ ১৫ জন পরিচালক থাকতে পারবে।

তিনি বলেন, নন-ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পর তিন কারণে ঋণ খেলাপি বলা যাবে। তা হলো সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ শোধ না করলে, যে কারণ দেখিয়ে ঋণ নেওয়া হয়েছে সে কারণে ঋণের ব্যবহার না করলে এবং ভুয়া কাগজপত্র দেখিয়ে ঋণ নিলে তিনি ঋণ খেলাপি হবেন।

মাহবুব আরও জানান, পরিচালকদের মেয়াদ হবে তিন বছর। একজন পরিচালক পরপর তিন মেয়াদে সর্বোচ্চ ৯ বছর পরিচালক থাকতে পারবেন। এসব আর্থিক প্রতিষ্ঠান যদি সাবসিডিয়ারি কোম্পানি করতে চায় তাহলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া সুদ মওকুফ করা যাবে না। প্রতিষ্ঠানের পরিচালকরা যদি লাইসেন্সের শর্ত লঙ্ঘন করেন তাহলে সর্বনিম্ন ১০ লাখ এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা করা যাবে। বর্তমান আইনে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা।

তিনি আরও জানান, ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হন তাহলে তাকে দুই বছরের ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধে ব্যর্থ হলে তার নামে ফৌজদারি আদালতে মামলা করা যাবে। এছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাসহ নানা বিধি-নিষেধ আসবে।

নাটোর পাচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় : নাটোরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে এ সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন,২০২৩ নামে আইনটিতে গতকাল মন্ত্রিসভা অনুমোদন দেয়।

এর আগে গত ২৮ আগস্ট ড. এম ওয়াজেদ মিয়ার নামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

ড. এম এ ওয়াজেদ মিয়া খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী। তিনি ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৬৭ বছর বয়সে তিনি ২০০৯ সালের ৯ মে রাজধানী ঢাকায় ইন্তেকাল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জল্পনার অবসান ঘটালেন মানিশ গোয়েল

‘আ.লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে’

যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব, সম্পাদক সাব্বির

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর সিদ্ধান্ত দ্রুত নেবে ইউজিসি

প্রধান উপদেষ্টার নিজস্ব কোনো সম্পত্তি নেই : প্রেস সচিব

মধ্য রাতে পুড়ে ছাই ৬ বিঘা জমির পানের বরজ

কোরবানির ঈদে খেল দেখাবে ‘নাটোরের বাদশা’

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাবির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

নওগাঁর আম বাজারে আসবে ২২ মে

ভাসানচর থেকে পালিয়ে আসা অর্ধশত রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক

১০

সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১১

গাজা যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর দাবি মার্কিন দূতের

১২

কতটা কার্যকর হবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি

১৩

বেনজীরের স্ত্রীর বুর্জ খলিফার ফ্ল্যাট জব্দের আদেশ

১৪

‘দেড় লাখ টাকায় বিক্রি’ হওয়া সেই শিশু উদ্ধার

১৫

২০২৫ সালের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের ৪৪% একত্রিত নিট মুনাফা বৃদ্ধি

১৬

আ.লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি 

১৭

মাহফুজকে স্বারক : অবিলম্বে পদত্যাগ করুন

১৮

যৌতুকের মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা

১৯

মামলার ১১ বছর পর খালাস পেলেন বিএনপি নেতা দুলু

২০
X