বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০১:২৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ল গরুর চামড়ার দাম

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : কালবেলা
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : কালবেলা

চলতি বছরে কোরবানির মৌসুমে লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, সে অনুযায়ী এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা। আর ঢাকার বাইরে এই দর হবে ৪৫ থেকে ৪৮ টাকা। কিন্তু এবার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সারা দেশে লবণযুক্ত খাসি ও বকরির চামড়ার দর গত বছরের মতো অপরিবর্তিত থাকবে।

রোববার (২৫ জুন) ঈদুল আজহা ২০২৩ উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা-সংক্রান্ত বৈঠক শেষে চামড়ার এই মূল্যস্তর নির্ধারণের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে ২০২২ সালে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ায় দাম বেড়েছিল ৭ টাকা ও খাসির চামড়ায় ৩ টাকা। অবশ্য এবার গত বছরের দরেই অপরিবর্তিত রাখা হয়েছে সারা দেশ থেকে সংগৃহীত বর্গফুটপ্রতি লবণযুক্ত খাসি ও বকরির চামড়ার।

ঈদ সামনে রেখে মাঠ পর্যায়ে কোরবানির পশুর চামড়া সংগ্রহে এবার চার দিন আগেই এই দাম নির্ধারণ করে দিল সরকার।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, এ বছর চলতি কোরবানির মৌসুমে লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬ শতাংশ বাড়ানো হয়েছে। সে অনুযায়ী এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা। আর ঢাকার বাইরে এই দর হবে ৪৫ থেকে ৪৮ টাকা। কিন্তু এবার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সারাদেশে লবণযুক্ত খাসি ও বকরির চামড়ার দর গত বছরের মতই অপরিবর্তিত থাকবে।

গত বছর (২০২২) ঢাকায় লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত ছিল ৪৭-৫২ টাকায়, যা ২০২১ সালে ছিল ৪০ থেকে ৪৫ টাকা বর্গফুট। এই দর তার আগের বছর, অর্থাৎ ২০২০ সালে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। অন্যদিকে ২০২২ সালে ঢাকার বাইরে সারা দেশে লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ৪০ থেকে ৪৪ টাকা। ২০২১ সালে এই দাম ছিল ৩৩-৩৭ টাকা। আর ২০২০ সালে ছিল ২৮ থেকে ৩২ টাকা বর্গফুট।

এ ছাড়া সারা দেশে লবণযুক্ত খাসির চামড়ার দর ২০২২ সালে প্রতি বর্গফুটে ৩ টাকা বাড়ানো হয়। দাম নির্ধারণ করা হয়েছিল ১৮ থেকে ২০ টাকা। ২০২১ সালে খাসির লবণযুক্ত চামড়ার দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা, যা ২০২০ সালে ছিল ১৩ থেকে ১৫ টাকা। গত বছরও বকরির চামড়ার বর্গফুটপ্রতি দাম অবশ্য আগের বছরেরটাই বহাল রাখা হয়। ২০২১ সালে বকরির লবণযুক্ত চামড়ার দাম ছিল ১২ থেকে ১৪ টাকা, যা ২০২০ সালে ছিল ১০ থেকে ১২ টাকা।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২৯ জুন কোরবানির ঈদ ধরে কীভাবে চামড়া সংরক্ষণ করা যাবে, তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য চামড়া ছাড়ানোর ৭ থেকে ৮ মিনিটের মধ্যে লবণ দেওয়া দরকার। এ বছর গরম বেশি, ফলে আরও আগে লবণ দিতে হবে।

টিপু মুনশি আরও বলেন, রপ্তানির ক্ষেত্রে চামড়া ভালো অবস্থানে রয়েছে। সরকারের লক্ষ্য চামড়া থেকে বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় অর্জন করা। সে জন্য কোরবানির চামড়া ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সম্মিলিতভাবে চামড়া যাতে ভালো থাকে, তার সুপারভিশন করছে। এ বছরও আগের তুলনায় চামড়া নষ্ট কম হবে বলে আশা করা হচ্ছে।

এ বছর দেশে লবণ উৎপাদন বেশি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কিন্তু লবণ মজুত করে রেখে বাড়তি মুনাফা নেওয়ার চেষ্টা করছে কিছু অসাধু ব্যবসায়ী। যেখানে লবণের মজুত রয়েছে, সেখানে হানা দেওয়া হবে। যারা সুযোগ বুঝে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অসাধুতা করছেন, তাদের সুযোগ দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, সাত দিনের জন্য কোরবানির চামড়া ঢাকা শহরে প্রবেশ করা বা শহর থেকে বের করা বন্ধ থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কিনা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও পুলিশ প্রশাসন মনিটর করবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ব্যবসায়ীরা নির্ধারিত দরে চামড়া না কেনেন, তাহলে গত বছরের মতো ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমোদন দেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, কাঁচা চামড়া ব্যবসায়ী মালিক সমিতিসহ চামড়া খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবশেষ বিহারে ছিলেন এমপি আনার

‘অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার’

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিখোঁজ, যা বলছে যুক্তরাষ্ট্র

স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

তবুও প্রার্থী হলেন সেই নাছিমা মুকাই 

গাজীপুরে কারখানার ১০ তলার ছাদ থেকে লাফিয়ে নারী শ্রমিকের মৃত্যু

রাজশাহীতে আগুনে পুড়ে ছাই ১০ বিঘার পানের বরজ

বিয়েবাড়ি থেকে কনের পিতাকে তুলে নিয়ে টাকা দাবি

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী অফিস ভাঙচুর , এলাকায় উত্তেজনা

ঈশ্বরদীতে ফেনসিডিলসহ রেল নিরাপত্তা বাহিনীর সিপাহি আটক

১০

এমপি আনোয়ার খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ

১১

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

১২

রাইসির জন্য দোয়ার আহ্বান

১৩

‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় হয়েছে’ 

১৪

প্রিমিয়ার লিগের শিরোপা সিটির কাছেই থাকল

১৫

বাংলাদেশকে লক্কড়ঝক্কড় দেশে পরিণত করেছে আ.লীগ : প্রিন্স

১৬

২০৩০ সালে সাড়ে ৫২ লাখ যাত্রী বহন করবে মেট্রোরেল  

১৭

পেনিনসুলা স্টিলের এমডিসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

ইরানের প্রেসিডেন্টের সন্ধানে সশস্ত্র বাহিনী মোতায়েন, সাহায্য করতে চায় ইরাক

১৯

সাঈদ খোকনের বক্তব্যের বিষয়ে কথা বলবেন না মেয়র তাপস

২০
X