কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্পেশাল বন্ড থাকবে ট্রেডিং সীমার বাইরে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিদ্যুৎ, জ্বালানি, সারসহ বিভিন্ন খাতের ভর্তুকির অর্থ পরিশোধ করতে স্পেশাল বন্ড ইস্যু করেছে সরকার। এসব বন্ড প্রাইমারি ডিলার ব্যাংকের হেল্ড ফর ট্রেডিং সিকিউরিটিজের বাইরে থাকবে। আর নন প্রাইমারি ডিলার ব্যাংকের ক্ষেত্রে এসব বন্ড হেল্ড ফর ম্যাচিউরিটির পোর্টফোলিওর সর্বোচ্চ সীমানির্ধারণের হিসাবের বাইরে থাকবে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ ধরনের একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সরকার আর্থিক সংকটে পড়লে সাধারণত বিভিন্ন বন্ডের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়। ওই বন্ডগুলো ব্যাংকগুলো বিধিবদ্ধ তরল স্থিতি বা এসএলআর সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করে। এক্ষেত্রে ট্রেডিংয়ের জন্য ব্যাংকগুলোর বন্ড ধারণের নির্দিষ্ট সীমা রয়েছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে স্পেশাল বন্ডকে ট্রেডিং সীমার বাইরে রাখা হয়েছে।

এর মাধ্যমে প্রাইমারি ডিলার ব্যাংকগুলো স্পেশাল বন্ডে অতিরিক্ত বিনিয়োগের সুযোগ পাবে। আবার নন প্রাইমারি ডিলার ব্যাংকের পোর্টফোলিও সীমার বাইরে স্পেশাল বন্ডকে রাখায় ব্যাংকগুলো এই বন্ডে অতিরিক্ত বিনিয়োগ করতে পারবে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি, সারসহ বিভিন্ন খাতের ভর্তুকির অর্থ পরিশোধ করতে চলতি মাস থেকে সরকার বিশেষ বন্ড ছাড়া শুরু করেছে। প্রথম ছাড়া হয় সার কেনা বাবদ ৩ হাজার ১৬ কোটি টাকার বন্ড। এর মধ্যে সোনালী ব্যাংকের অনুকূলে রয়েছে ২ হাজার ৫৫৭ কোটি টাকা এবং আইএফআইসি ব্যাংকের অনুকূলে ৪৫৯ কোটি টাকা।

একই কায়দায় বিদ্যুতের দেনা পরিশোধেও বিশেষ বন্ড ছাড়া হয়েছে চলতি মাসেই। এর মধ্যে সিটি ব্যাংকের অনুকূলে ১ হাজার ৯৮৫ কোটি, পূবালী ব্যাংকের অনুকূলে ৭৭ কোটি ৫০ লাখ এবং ইসলামী ব্যাংকের অনুকূলে ২ হাজার ৪৮২ কোটি টাকার বন্ড ছাড়া হয়। ইবিএলসহ বিদ্যুতের দেনা শোধে এ পর্যন্ত বন্ড ছাড়া হয়েছে মোট ৫ হাজার ৫৯৪ কোটি ৫০ লাখ টাকার। সর্বশেষ বিদ্যুতের দেনা শোধে বেসরকারি ইস্টার্ন ব্যাংকের অনুকূলে আরও ১ হাজার ৫০ কোটি টাকার বিশেষ বন্ড ছেড়েছে সরকার।

সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৪০টি ব্যাংকের অনুকূলে যে ২৫ হাজার কোটি টাকার বিশেষ বন্ড ছাড়া হবে, তার মধ্যে সার ও বিদ্যুৎ খাতে ইতোমধ্যে এক-তৃতীয়াংশের মতো ছাড়া হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির মালিককে থাপ্পড় দিয়ে ডাকাত — ‘ঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’

হাঁসের মাংস থেকে দূরে থাকবেন যারা

ধানমন্ডি ৩২ নম্বরে এসে যুবকের ভিডিও কল, আ.লীগ সন্দেহে গণপিটুনি

আগস্টের প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৮ কোটি ৮০ লাখ ডলার 

জন্মাষ্টমীর শোভাযাত্রা : চট্টগ্রামে যেসব সড়কে চলতে মানা

টেকসই শান্তি প্রতিষ্ঠায় কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিলউদ্দিনের

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীরনগরে নতুন মোড়কে ফিরছে ‘পোষ্য কোটা’

‘যারা স্বাধীন দেশ চায়নি, তাদের এখন বড় গলা’

পাথর লুটের পর ঘুম ভাঙল সবার, এখন পর্যন্ত উদ্ধার কত

১০

রূপায়ণ সিটি উত্তরা-বায়োজিন কসমেসিউটিক্যালের মধ্যে সমঝোতা স্বাক্ষর

১১

অঝোরে কাঁদলেন শহীদ সাগরের বাবা

১২

ভয়ংকর আসামিদের পুলিশ আটক করে, বিচারকরা জামিন দিয়ে দেন : আবু হানিফ 

১৩

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের শাস্তির দাবি

১৪

শিক্ষকের সঙ্গে গোসলে নেমে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

১৫

জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা শনিবার, সনাতনীদের ১০ দফা দাবি

১৬

সিলেটে চার লেন মহাসড়ক প্রকল্প বন্ধে সেলিম উদ্দিনের উদ্বেগ

১৭

গোপন বৈঠক / প্রধান আসামির দায় স্বীকার, রিমান্ডে আরও দুই ছাত্রলীগ নেতা

১৮

সাঈদীর স্মরণে লেখা আজহারীর ফেসবুক পোস্ট ‘ভাইরাল’

১৯

গোলাম আবু জাকারিয়ার ‘হ্যারল্ড জনস মেডেল’ অর্জন

২০
X