বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলাদেশের খ্যাতনামা স্কিনকেয়ার ও ওয়েলনেস প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালস কৌশলগত অংশীদারত্বের জন্য একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoU) স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রূপায়ণ স্কাই ভিলার লাউঞ্জে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এই অংশীদারত্বের আওতায়, বায়োজিন কসমেসিউটিক্যাল প্রতি বছর রূপায়ণ সিটি প্রাঙ্গণে দুটি বিনামূল্যে স্কিনকেয়ার সার্ভিস কার্যক্রম পরিচালনা করবে এবং রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বায়োজিন কসমেসিউটিক্যাল যে কোনো আউটলেট এ সকল পণ্য ও চিকিৎসাসেবায় ২০ শতাংশ ছাড় প্রদান করবে।
অন্যদিকে, রূপায়ণ সিটি উত্তরা বায়োজিনের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য যে কোনো অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস ক্রয়ে বিশেষ সুবিধা প্রদান করবে।
চুক্তিতে স্বাক্ষর করেন রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ জাহিদুল হক।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ডাইরেক্টর মার্কেটিং অ্যান্ড মিডিয়া অমিত চক্রবর্ত্তীসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত সুবিধা ও আধুনিক জীবনযাপনের এক অনবদ্য দ্বার উন্মোচিত করল।
মন্তব্য করুন