মাইদুর রহমান রুবেল
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অনেকের ইফতারে জুটবে না খেজুর!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসছে রমজান। বাঙালি মুসলিমদের ইফতারে অন্যতম অনুষঙ্গ খেজুর। খেজুর ছাড়া যেন ইফতার জমেই না। রাসুল (স.) নিজে ইফতারে খেজুর খেতেন এবং সাহাবিদেরও তিনি ইফতারে খেজুর খেতে বলেছেন। প্রচলিত আছে, ইফতারে খেজুর থাকলে সেটি বরকতময় হয়।

সুন্নত অনুসরণের পাশাপাশি ইফতারের খাবারে খেজুর সুস্বাস্থ্যের জন্য উপকারী। কারণ, সারা দিন রোজা রাখার ফলে পেট খালি থাকার কারণে শরীরে যে গ্লুকোজের ঘাততি দেখা দেয়, খেজুর তা দ্রুত পূরণে সাহায্য করে। একই সঙ্গে খেজুরে প্রচুর পরিমাণে ক্যালরি থাকায় সারা দিনের ক্লান্তি শেষে খেজুর খেলে দ্রুত দুর্বলতা কেটে যায়।

এবার অতি মুনাফালোভীদের কুনজর পড়েছে খেজুরের ওপর। রমজানকে সামনে রেখে সব ধরনের খেজুরের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। রাজধানীর খেজুরের আড়ৎ বাদামতলীতে গিয়ে দেখা যায়, খেজুরের বাজারে আগুন।

খেজুর আমদানিকারকদের অজুহাত অস্বাভাবিক আমদানি শুল্কের কারণে এবার ভোক্তার নাগালের বাইরে মিষ্টি খেজুর। বছরের ব্যবধানে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। মধ্যবিত্তের ২০০ টাকার খালাস খেজুর বিক্রি হচ্ছে চারশো টাকায় আর উচ্চবিত্তের মাবরুম খেজুরের দাম ৫০০ টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে এক হাজার চারশো টাকা।

এবারের রমজানে ইফতারে খেজুর কিনতে কয়েকবার ভাবতে হবে ভোক্তাদের। কারণ, পুষ্টিকর ও সুস্বাদু এই খাবারটির দাম এখন আকাশ ছোঁয়া। তবে এটা সত্যি দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেই এবার কমে গেছে ক্রেতা। রমজানের আগের সময়টাতে ক্রেতাশূন্য খেজুরের পাইকারি বাজার।

রাজধানীর খুচরা বাজারে ফরিদা, খালাস, বরই, সায়ের, নাগাল জাতের খেজুরের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এ ছাড়া, মেডজুল, মাবরুম, আম্বার, আজোয়া ও মরিয়ম খেজুরের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। দাম বেড়ে যাওয়ায় খুচরা দোকানির সঙ্গে ক্রেতাদের বিতণ্ডার সৃষ্টি হচ্ছে।

খেজুর আমদানিকারক মো. সেলিম বলেন, গত বছর ১০০ টাকার খেজুর আমদানি করলে শুল্ক কর দিতে হতো ১০ টাকা। চলতি অর্থবছরে সেই শুল্ক হার বেড়েছে হয়েছে ২৫ টাকা। এ ছাড়া ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ অগ্রিম আয়করের পাশাপাশি ৫ শতাংশ অগ্রিম কর দিতে হচ্ছে। মোট ৫৩ শতাংশ বেশি কর দিতে হচ্ছে এই খেজুর আমদানিতে।

ঢাকা মহানগর ফল আমদানিকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুল করিম বলেন, গত বছর প্রতি কন্টেইনার খেজুরের আমদানি শুল্ক ছিল প্রায় ৪ লাখ টাকা। সেটি এখন বেড়ে ৬০ লাখ টাকা পর্যন্ত উঠে গেলেও এখন আবার তা কমিয়ে ৪৫ লাখ টাকা করেছে সরকার। সাথে এলসি খুলতে ডলার সংকট তো রয়েছেই। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের প্রভাব রয়েছে খেজুর আমদানির মূল্য বৃদ্ধিতে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ভোক্তার নাগালে খেজুর আনতে শুল্ক কমানোর বিকল্প নেই। তবে, সাধারণ ভোক্তাদের জন্য খেজুর কেনা প্রায় দুঃসাধ্য হলেও তালিকাভুক্ত নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে খেজুর বিক্রির কথা জানিয়েছে টিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবলে সবকিছুই দ্রুত পরিবর্তন হয় : জাবি আলোনসো

তপশিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে : ইসি সচিব

পর্ন সাইটে দৃশ্য ছড়িয়ে পড়া নিয়ে অভিনেত্রীর ক্ষোভ

যুবদলের ২ নেতার ওপর এলোপাতাড়ি গুলি

মাঝ আকাশে জ্ঞান হারালেন নীলম কোঠারি

‘সাংবাদিক’ পরিচয়ে চাঁদা দাবি, হাতেনাতে গ্রেপ্তার ১

দেশে মানবাধিকারের ৩ সংকট

একটি ফোনকলেই থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব : ট্রাম্প

আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা

সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

১০

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

১১

এফডিসিতে আর শুটিং হবে না, গবেষণা হবে : তথ্য উপদেষ্টা

১২

বিদেশি গবেষকদের টানতে বিশাল পরিকল্পনা কানাডার

১৩

জনগণ ভ্যাট দিলেও সরকার অনেক সময় পায় না : অর্থ উপদেষ্টা 

১৪

বিপিএল মাতাতে ৯ ক্রিকেটারকে অনুমতি দিল পাকিস্তান

১৫

পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

১৬

বানিয়ে ফেলুন শীতের সন্ধ্যায় মুখরোচক মুলার পাকোড়া

১৭

‘সিট নিশ্চিত করতে চাইলে, আগেই জোটের সঙ্গে চলে যেতাম’

১৮

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৯

সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০
X