২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা মোট বাজেটের ৫.২ ভাগ। এ অর্থবছরে মোট বাজেট ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট বক্তৃতাকালে এ প্রস্তাব পেশ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ খাতে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা প্রাক্কলন বাজেট ধরা হয়েছে। যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৮ হাজার ৫১ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৫ বছরে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০০৭ সালে মাতৃ মৃত্যুহার ছিল এক লাখে ৩৫১ জন, সেটি এখন কমে হয়েছে ১৩৬। এ ছাড়া শিশু মৃত্যুর হারও হাজারে ৬০ থেকে কমে হয়েছে ৩৩। গড় আয়ু ৬৬.৬ থেকে বেড়ে হয়েছে ৭২.৩।
তিনি বলেন, সারা দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনার বিপরীতে ১৪ হাজার ৩১১টি ইতোমধ্যেই নির্মিত হয়েছে। যেখানে ২৭ ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
এ সময় ২০২৪-২৫ অর্থবছরে মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা চলতি বাজেটের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি।
এ ছাড়া আসন্ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য তা ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। ঘাটতি বাজেট ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।
মন্তব্য করুন