ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বর্জ্য অপসারণ নিয়ে দুপক্ষের মারামারি, নারী কাউন্সিলরসহ আহত ১০

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

রাজধানীর ডেমরার বর্জ্য অপসারণ নিয়ে দুপক্ষের হামলা ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর নিলুফার ইয়াসমিনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার সময় ডগাইর এলাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সামনে এ ঘটনা ঘটে।

বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক নিয়োগ প্রাপ্ত ঠিকাদার সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফার ইয়াসমিন গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে তিনি গা ঢাকা দিয়ে থাকেন। এ সময় বন্ধ হয়ে যায় সংশ্লিষ্ট ওয়ার্ড বর্জ্য অপসারণের সব কাজ।

এতে করে বর্জ্য জমে ময়লার স্তূপে পরিণত হয় প্রতিটি বাড়ির আঙিনা। এসব বর্জ্য অপসারণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কাছে মানুষ অভিযোগ করলে তিনি নিজ উদ্যোগে ময়লা (বর্জ্য) অপসারণ ব্যবস্থাগ্রহণ করে তার সচিব লিটুকে নির্দেশ প্রদান করেন, যাতে খুব দ্রুত বর্জ্য পরিষ্কার করার জন্য। এ দিকে শুক্রবার বিকেলে বর্জ্য ব্যবস্থাপনা ঠিকাদার নিলুফার ইয়াসমিন ঘটনাস্থলে এসে দেখেন কিছু লোকজন বর্জ্য পরিবহনের ভ্যান গাড়ির রঙ পরিবর্তন করছিলেন। এ সময়ে ঘটনার প্রতিবাদ জানালে ওই দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময়ে ফাহিম, তামিম, আমিনুল, রাসেল, মুন্না, রাকিব, জুয়েল, শান্তসহ ১০ জন আহত হয়। এদের মধ্যে ফাহিম ও তামিম গুরুতর আহত অবস্থায় রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে কাউন্সিলর নিলুফার ইয়াসমিন কালবেলাকে জানায়, আমি গত অর্থ বছরে ডিএসটিসি থেকে আবর্জনা অপসারণের টেন্ডার পাই। এদিকে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদের লোকজন ওই ব্যবসায়ীদের গ্যারেজে ৪৫টি ভ্যান গাড়িসহ তালা দেয়। এ বিষয়ে আমি শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ঘটনাস্থলে গেলে লিটু সাউদ নামে একজনের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। আমাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এ বিষয়ে আমি ডেমরা থানাকে অভিহিত করেছি।

এ বিষয়ে ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদ কালবেলাকে বলেন, শেখ হাসিনার পতনের পরে এরা গা ঢাকা দেয়। পরে বন্ধ হয়ে যায় বর্জ্য অপসারণের সব কর্মকাণ্ড। তখন এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে নিয়ম অনুযায়ী আমার প্রতিনিধিকে নিয়ে এলাকার কয়েকজন বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করার ব্যবস্থা নেয়। শুক্রবার হঠাৎ নারী কাউন্সিলর এসে প্রথমে হামলা করে। পরে প্রতিপক্ষদের সঙ্গে নারী কাউন্সিলরের গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি হয়। তবে গণ্ডগোলের সময় আমি রাজনৈতিক কর্মকাণ্ডে এলাকার বাইরে ছিলাম। এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, বর্জ্য অপসারণ ব্যবসা নিয়ে প্রতিপক্ষের বাধা প্রদানসহ নানা জটিলতার খবর পেয়েছি। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন

গাজায় রুয়ান্ডার ছায়া, কী হতে চলেছে

আংশিক সূর্যগ্রহণের বিষয়ে জানাল আইএসপিআর

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার

মায়ের মৃত্যুর পর ১৪ বছর ধরে শিকলবন্দি লিটন

এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ব্রিটেন

শুক্রবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কাদের সঙ্গে জোট করবে জমিয়ত, জানালেন মহাসচিব

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

১০

আফগানিস্তান সফরে গেলেন মামুনুল হকসহ ৭ আলেম

১১

১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

১২

সৌদি-পাকিস্তানের চুক্তি নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া

১৩

একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

১৪

প্রকাশিত হলো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির আত্মজীবনী

১৫

শুক্রবার সকাল ৯টার মধ্যে চার বিভাগে বর্ষণের শঙ্কা, গরম কমবে না

১৬

বিজিবিতে চাকরি পেলেন সেই ফেলানীর ভাই

১৭

পিজ্জা’র একপাশে ভারত একপাশে পাকিস্তান, আছে বিশেষ বৈশিষ্ট্যও

১৮

৯ দিনের সরকারি সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্র সচিব

১৯

মুশফিকের সামনে ঐতিহাসিক মাইলফলক

২০
X