ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও মুগদা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দুজনকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত আদেশে এই পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ফারুক আহম্মেদকে যাত্রাবাড়ী থানায় এবং লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সাজেদুর রহমানকে মুগদা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হলো। একই আদেশে মুগদা থানার অফিসার ইনচার্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক সোহরাব মিয়াকে গোয়েন্দা লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশে ব্যাপক রদবদল চলছে। পুলিশের শীর্ষ পর্যায় থেকে থানা পর্যন্ত সব জায়গায় এই রদবদল দেখা যাচ্ছে।
মন্তব্য করুন