অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না-অ্যালামনাই (অ্যাবকা)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ধানমন্ডির একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রাষ্ট্রদূত মুন্সী ফায়েজ আহম্মদের সভাপতিত্বে ঢাকাস্থ চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর মি. লি শাওফেং, সাধারণ সম্পাদক ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. সাহাবুল হক উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সের অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও লং নাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু কাউসার স্বপন, যুগ্ম সম্পাদক ও পিএইচডি গবেষক মারফ হাসান, কার্যনিবাহী সদস্য ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. মুজাহিদুল ইসলাম, ডা. ইব্রাহিম রহমান রুমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চায়নিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষক জান্নাতুন নাহার, মোস্তাফিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মিরাজ আহমেদ, চায়না দূতাবাসের কালচারাল এটাচি মি. নিলাম্বরসহ আরও অ্যালানাইয়ের অনেকেই উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন