কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০২:১০ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

কাজী হাবিবুল আউয়াল। পুরোনো ছবি
কাজী হাবিবুল আউয়াল। পুরোনো ছবি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সাবেক সিইসি নুরুল হুদার গ্রেপ্তারের পর কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২২ জুন রাজধানী থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তাকে গ্রেপ্তার করে বলে গুঞ্জন ওঠে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে সে সময় ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।

উল্লেখ্য ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তার কমিশনের আওতায় আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ডামি নির্বাচন হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়।

বিশেষ করে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ ভাগ ভোট পড়ে বলে জানানো হলেও এক ঘণ্টার ব্যবধানে ভোটের হার ৪০ শতাংশ বলে উল্লেখ করা হয়। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে ২৮ শতাংশ ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে ৪০ শতাংশের কথা বলেন।

এর আগে, রোববার (২২ জুন) সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়।

পরে সন্ধ্যার দিকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে গলায় জুতার মালা পরান জনতা। জুতা দিয়ে মুখে আঘাত করতেও দেখা যায়। উত্তরা-পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা বিএনপির মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমানের মনোনয়ন বাতিল

ফ্রেন্ড জোন থেকে বের হওয়ার ৪ উপায়

‘ব্যবসায়ী’ আমির হামজার সম্পদ দেড় কোটি টাকার, গাড়ির দাম ২৫ লাখ

যশোরে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়ন বাতিল

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা

সাধারণ শব্দেও যখন অসহ্য লাগে

হাদি হত্যার বিচার চেয়ে ঢাবি শিক্ষক মোনামীর কড়া বার্তা

দেশে মুক্তিযুদ্ধবিরোধী ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে : ইশরাক

সরকারের অনুমতিক্রমে সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোড় শুরু

১০

প্রার্থীর মনোনয়নে মিলল মৃত ব্যক্তির স্বাক্ষর

১১

খুলনায় জাপাসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

১২

যে কারণে মান্নার মনোনয়নপত্র বাতিল

১৩

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা : সালাহউদ্দিন আহমেদ

১৪

শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

১৫

রঙ যেভাবে ক্ষুধার ওপর প্রভাব ফেলে

১৬

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, নেওয়া হলো হাসপাতালে

১৭

ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের ব্যানার অপসারণ কর্মসূচি

১৮

‘জেলে খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে, ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি’

১৯

ওমান প্রবাসী কর্মীদের জন্য বড় দুঃসংবাদ

২০
X