কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলীর মৃত্যু, মেয়রের শোক

প্রকৌশলী তওহীদ সিরাজ। সৌজন্য ছবি
প্রকৌশলী তওহীদ সিরাজ। সৌজন্য ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী তওহীদ সিরাজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

বুধবার (৫ জুন) ভোর ৫টা ৪৪ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের জানান, বনশ্রীতে নিজ বাসায় তিনি ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি বাসার মধ্যেই লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে পার্শ্ববর্তী ফারাজি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এক শোকবার্তায় ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, প্রয়াত তত্ত্বাবধায়ক প্রকৌশলী তওহীদ সিরাজ অত্যন্ত দক্ষ ও কর্মঠ, কিন্তু নিভৃতচারী কর্মকর্তা ছিলেন। তিনি একজন ভদ্র ও ভালো মানুষ ছিলেন। অর্পিত দায়িত্বের প্রতি ছিলেন অত্যন্ত সচেতন ও যত্নবান। কাজের প্রতি তার দরদ ও মমত্ববোধ অত্যন্ত প্রশংসনীয়।

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তার কার্যকর ভূমিকা ছিল উল্লেখ করে মেয়র শেখ তাপস বলেন, আগে কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও বাজার (মার্কেট) নির্মাণ কার্যক্রমে চরম অব্যবস্থাপনা ছিল। তার নিবিড় তত্ত্বাবধানে কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য অবকাঠামো নির্মাণ যেমনি গতিশীল হয়েছে তেমনি বর্তমানে বাজার (মার্কেট) নির্মাণ কাজও শৃঙ্খলিত হয়েছে। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী প্রকৌশলীকে হারালাম। তার অকাল মৃত্যুতে ব্যক্তিগতভাবে আমি ও ডিএসসিসির পরিবার অত্যন্ত শোকাহত।

শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রয়াত তওহীদ সিরাজের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জানা গেছে, তিনি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্পোরেশনে কর্মরত ছিলেন। এছাড়াও বাজার নির্মাণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবেও অতিরিক্ত দায়িত্বে ছিলেন। দেড় বছর পর এই প্রকৌশলীর অবসরে যাওয়ার কথা ছিল।

প্রয়াত তওহীদ সিরাজের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনে বুধবার বাদ জোহর তওহীদ সিরাজের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর মরহুমের বাসার পার্শ্ববর্তী বায়তুল কুদ্দুস জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তাওহীদ সিরাজ এক ছেলে, স্ত্রী ও অসংখ্য স্বজন রেখে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পাবিপ্রবি পেল ২ কোটি ৩৫ লাখ টাকা

বিশ্বকাপের আগে ‘মিনি হসপিটাল’ দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে কঠিন হলো বাংলাদেশের পথ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় দোয়া মাহফিল

১০

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই বিএনপি সাধারণ মানুষের পাশে রয়েছে : দিপু

১১

এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা জ্বালানি উপদেষ্টার

১২

খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি জনগণের কল্যাণে কাজ করছে : সেলিমুজ্জামান

১৩

পুরস্কার ও স্বীকৃতি মানুষের দায়িত্ববোধ বাড়িয়ে দেয় : মাউশি মহাপরিচালক

১৪

ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত

১৫

খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান (ভিডিও)

১৬

জঙ্গল সলিমপুর : ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’

১৭

চট্টগ্রাম বন্দরে ৫৭ হাজার টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ

১৮

বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ

১৯

আতিউরসহ ২৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

২০
X