রাজধানীর হাতিরঝিলের ব্রিজ থেকে রিয়া (১৪) নামে এক কিশোরী লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা ব্রিজ থেকে ওই কিশোরী ঝিলে লাফ দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
হাতিরঝিল থানার এসআই সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পারি রাত ১০টার কিছু পরে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়ে রিয়া। টের পেয়ে তাকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রি করা এক হকার লাফ দেন। কিন্তু তিনি রিয়াকে খুঁজে পাননি। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে।
এসআই সুজন আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন