সম্প্রতি আলোচনায় থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। এবার ঢাকা বোট ক্লাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে চিঠি পাঠিয়েছেন।
জানা যায়, গত ১৩ই জুন সভাপতির পদে ভারপ্রাপ্ত হিসেবে কাউকে দায়িত্ব দিতে ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজকে চিঠি পাঠান তিনি।
তার পাঠানো ঐ চিঠিতে বেনজীর আহমেদ বলেন, বর্তমানে জরুরি কাজে পরিবারের সঙ্গে দেশের বাইরে থাকায় এই মুহূর্তে বোট ক্লাবের দায়িত্ব পালন করতে পারছি না। তাই ক্লাবের যাবতীয় কাজ সম্পাদনের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাউকে মনোনয়ন করা হোক।
ওই চিঠিতে এই ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতেও বোট ক্লাবের ইসি কমিটির প্রতি অনুরোধ জানান বেনজির আহমেদ।
২০১৪ সালে বোট ক্লাব প্রতিষ্ঠা হওয়ার এক বছর পরই ক্লাবটির সভাপতি পদে আসীন হন তিনি। সেই থেকে এখন পর্যন্ত ক্লাবের সভাপতি পদ ধরে রেখেছেন বেনজীর আহমেদ।
সাবেক আইজিপি ও র্যাবপ্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ এনে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয় গত মার্চে। এরপরই বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে গত ১৮ এপ্রিল অনুসন্ধান শুরু করে দুদক।
মন্তব্য করুন