পবিত্র ঈদুল আজহা। আগামীকাল সোমবার (১৭ জুন) সারা দেশে উদযাপন করা হবে মুসলমানদের ধর্মীয় এ উৎসব। ঢাকায় ঈদের নামাজ পড়তে সবাই চেষ্টা করে তাদের পছন্দের জায়গায়। এ জন্য দিনের শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়ে সবাই।
প্রতিবারের মতো এবারও রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এ জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনৈতিকরা এবং বিশিষ্ট ব্যক্তিরা নামাজ আদায় করবেন।
যার কারণে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (১৬ জুন) এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায়-মৎস্য ভবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাঁটাবন ক্রসিংয়ে ডাইভারশন দেওয়া হবে। এ ছাড়াও আগত গাড়িসমূহ জিমনেশিয়াম মাঠ, ফুলার রোড, মুহসীন হল মাঠে পার্কিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
মন্তব্য করুন