সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সত্য তথ্য প্রকাশের কারণে কালবেলা শীর্ষে

সাতক্ষীরায় দৈনিক কালবেলা প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা
সাতক্ষীরায় দৈনিক কালবেলা প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা

সত্য তথ্য প্রকাশের কারণে কালবেলা শীর্ষস্থানীয় গণমাধ্যমের তালিকায় উঠে এসেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে দৈনিক কালবেলা কোটি পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। প্রথম বছরেই ‘কালবেলা’ পাঠকদের হৃদয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। সাতক্ষীরায় দৈনিক কালবেলা প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠতার কারণেই কালবেলা এখন অনলাইন ভার্সনে দেশের সব গণমাধ্যমের শীর্ষে এবং সবার কাছে প্রিয়। কালবেলা প্রকাশের শুরুর দিন থেকেই পাঠককে সত্য তথ্য দিয়ে আসছে। কালবেলা পত্রিকা অল্পদিনে পাঠকের মন জয় করে নিয়েছে। তাদের সংবাদ প্রকাশের ধরন, ভিডিও কোয়ালিটি দেশের অন্যান্য গণমাধ্যমের চেয়ে ভিন্নতা রয়েছে। কালবেলা পত্রিকায় সাতক্ষীরার সাম্প্রতিক অনেক ঘটনা প্রকাশ পেয়েছে। সংবাদ প্রকাশের পর অনেক সমস্যার সমাধান ঘটেছে জেলাতে। আগামীতে দেশের অনেক বড় বড় সমস্যা ও সত্য ঘটনা কালবেলার মাধ্যমে প্রকাশ পাবে। কালবেলা যুগ যুগ জিয়ে থাকবে এ আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ উদযাপনে ছিল নানা আয়োজন। আলোচনা, স্বপ্ন ও বাস্তবায়নের ফিরিস্তি তুলে ধরলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কালবেলার সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আমিনুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিন, এনডিসি আবদুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, স্থানীয় দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশিক ইলাহী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাকসুদা খানম মেধা, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ স্বপন, যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, এন টিভির সাতক্ষীরা প্রতিনিধি এস.এম জিন্নাহ্।

অনুষ্ঠানে কালবেলার উপকূলীয় প্রতিনিধি আকবর কবীর, ঢাকা পোস্টের প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা টাইমসের নিজস্ব প্রতিবেদক মো. হোসেন আলী, মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ, সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি জাহিদ হোসাইন, কালের চিত্র পত্রিকার প্রতিনিধি শাহীন বিশ্বাস, পত্রদূত পত্রিকার প্রতিনিধি ইব্রাহিম খলিল, কালবেলার কলারোয়া প্রতিনিধি জিল্লুর রহমান, তালা প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, দেবহাটা প্রতিনিধি আব্দুল কাদের মহিউদ্দিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠানের মধ্যভাগে সংগীতশিল্পী চৈতালী মুখার্জির মনোমুগ্ধকর গান, নৃত্যশিল্পী গল্প'র নাচ, স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডির দলীয় নৃত্য ও দয়ালবাবা খ্যাত শাহীনের কমেডিতে অনুষ্ঠানে যোগ হয় অন্যান্য মাত্রা।

অনুষ্ঠান শেষে কালবেলার জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রদূতের নিজস্ব প্রতিনিধি এসএম বিপ্লব হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলশী থানার ওসি প্রত্যাহার

জাতীয় নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে : ডা. শামীম

ফ্যাসিবাদ অনেক কলকব্জা রেখে গেছে : তথ্য উপদেষ্টা

এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

পূজা উদযাপন পরিষদ নেত্রী শ্যামলী মুখার্জির স্বামীর পরলোকগমন

‘কিছু বুদ্ধিজীবী দেশে বিভাজন তৈরি করতে চায়’

স্টামফোর্ডে জুলাই যোদ্ধাদের নিয়ে গণমাধ্যমে কর্মরত শিক্ষার্থীদের ইফতার 

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আইইবি’র দোয়া ও ইফতার মাহফিল

জনগণের প্রত্যক্ষ ভোটে এ দেশে গণতন্ত্র ফিরে আসবে : সেলিমুজ্জামান সেলিম 

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার নিন্দা লেবার পার্টির

১০

ইফতারে মিলিত হলেন বিজেআইএম ফেলোরা

১১

সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো : নুরুল হক

১২

সমন্বয়কের নেতৃত্বে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলার অভিযোগ

১৩

এক ছটাক ধানও যায়নি পরশুরামের খাদ্যগুদামে

১৪

আন্তসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে নির্বাচন হবে : মাহফুজ আলম

১৫

ঈদযাত্রা সামনে রেখে প্রস্তুত দৌলতদিয়া লঞ্চ ঘাট

১৬

ভোলা-চট্টগ্রাম নৌরুটে চালু হলো জাহাজ সেবা

১৭

জমি নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে নিহত ১

১৮

হাসিনার আমলে এমপি-কাউন্সিলররা মানুষের পাশে দাঁড়াননি : কফিল উদ্দিন

১৯

সিলেটে ঈদবাজার, চড়া দাম ফুটপাত বিপণিবিতানে

২০
X