টানা কয়েক দিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবে গেছে চট্টগ্রামসহ পার্বত্য অঞ্চল। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। আশঙ্কা করা হচ্ছে দীর্ঘস্থায়ী বন্যার। এরই মধ্যে আর্তমানবতার সেবায় কাজ শুরু করেছে সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান ‘মুনির ফাউন্ডেশন।’
চট্টগ্রামভিত্তিক এই প্রতিষ্ঠানটি গত তিন দিন ধরে বন্যার্তদের সাহায্যে কাজ করে যাচ্ছে।
এখন পর্যন্ত ৫০০ পরিবারকে তারা সহায়তা করেছে। আরও সহায়তা করতে অর্থ সংগ্রহের চেষ্টা চলছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সিরাজী।
তিনি বলেন, অতিবৃষ্টি আর ভয়াবহ পাহাড়ি ঢলে বিপর্যস্ত বাণিজ্যিক শহর চট্টগ্রাম ও এর দক্ষিণাঞ্চল। বান্দরবান-কক্সবাজারসহ অনেক জেলা শহরের সঙ্গে সড়ক যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায়। এখনও পানির নিচে হাজার হাজার বাড়িঘর, শিক্ষা, ধর্মীয়, ব্যবসা প্রতিষ্ঠান। এমন অবস্থার মধ্যে সবার মতো সেবার মহান উদ্দেশ্য নিয়ে গঠিত মুনির ফাউন্ডেশন ও তার স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা পানি, চিকিৎসা, খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
ইতোমধ্যে মুনির ফাউন্ডেশনের পক্ষ হতে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওরস্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি ও দিয়াশলাই সরবরাহ করা হয়েছে। এ ছাড়াও দুর্গতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ভাড়া করা হয়েছে দুটি নৌকা, যা দিয়ে সমানতালে কাজ চলেছে।
চট্টগ্রামের সাতকানিয়ার বন্যাদুর্গতদের পাশে জরুরি সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সংগঠনটি। মুনির ফাউন্ডেশনের এই কার্যক্রমে অর্থায়ন করা হয়েছে ফেসবুক পেজ ও গ্রুপের মাধ্যমে সংগৃহীত টাকা দিয়ে। এ ছাড়া পাশে দাঁড়িয়েছে শরিক ফাউন্ডেশন।
মন্তব্য করুন