মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের তিন নেতাকে পদ থেকে অব্যাহতি

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

মহাজোটের শরিক দল বাংলাদেশ সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে উপস্থিত এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থি থাকায় মিরসরাই ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে দলের পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২৬ আগস্ট হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাদেরুজ্জামান আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইদ্রিস মিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- উপজেলার হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল আলম, ৮নং ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সাহাব উদ্দিন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৯ আগস্ট সাম্যবাদী দলের প্রার্থী ঘোষণার সংবাদ সম্মেলনে আপনার সশরীরে উপস্থিতি দলীয় শৃঙ্খলা পরিপন্থি। ইতিপূর্বেও আপনার বিভিন্ন কার্যক্রম দলীয় ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন করেছে। আপনার এহেন কার্যকলাপের কারণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মো. নুরুল আলম বলেন, আমি দুই মেয়াদে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলাম। আমরা গিয়াস উদ্দিনের (সাবেক উপজেলা চেয়ারম্যান) অনুসারী হওয়ার কারণে সর্বশেষ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সমন্বয়কের দায়িত্ব দিয়ে পরে পদ পরিবর্তন করে সদস্য করা হয়। তারপর থেকে অভিমান করে দলীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করি না। তবে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া কোনো চিঠি এখনো আমার কাছে আসেনি।

এ বিষয়ে হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাদেরুজ্জামান আজাদ বলেন, উপজেলা আওয়ামী লীগের নির্দেশে এই তিনজনকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা ছাড়াও তারা দলীয় পদে থাকার পরও দীর্ঘদিন ধরে দলের কোনো কর্মসূচিতে থাকে না। দলের মূলমন্ত্রের বাইরে গিয়ে কাজ করছে এজন্য তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, নিশ্চয় অব্যাহতি পাওয়া নেতৃবৃন্দরে বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ রয়েছে। তাই ইউনিয়ন আওয়ামী লীগ যে সীদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামী লীগ তার সঙ্গে একমত পোষণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তির ডাকে যুদ্ধ আরও জটিল রূপ নিচ্ছে না তো?

ট্রাম্পের হম্বিতম্বির নেপথ্যে কী

নতুন দায়িত্ব নেওয়া ইরানি ড্রোন কমান্ডারকেও মেরে ফেলল ইসরায়েল

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের পাশে পূজা উদযাপন পরিষদ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১

থানায় রক্ষিত বাক্স ভেঙে বের করা হয় এইচএসসির প্রশ্নপত্র

ইরান-ইসরায়েল সংঘাত / ৫৭ দেশের সহস্রাধিক মুসলিম নেতা বৈঠকে বসছেন আজ

নতুনবাজার অবরোধ করলেন ইউআইইউর শিক্ষার্থীরা

ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইরানের ভূকম্পন কি গোপন পারমাণবিক পরীক্ষা?

১০

দিনে কতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক? কিডনি সমস্যার লক্ষণ নয়তো

১১

ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পরস্পরবিরোধী বার্তা

১২

‘চা-নাশতার’ খরচে মিলছে স্থাপনা নির্মাণের অনুমতি

১৩

তুরস্কে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৪

‘পুরো বিশ্বের সামনে ইসরায়েলকে নত করাবে ইরানের বাহিনী’

১৫

ইরান বলছে কূটনীতির দরজা খোলা, ইসরায়েল জানাল হামলা চলবে

১৬

ঢাকায় বৃষ্টি হলে বাড়বে তাপমাত্রা

১৭

সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার 

১৮

আগে বিচার ও সংস্কার পরে নির্বাচন : মুজিবুর রহমান

১৯

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

২০
X