

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে কয়েক হাজার মানুষ আসর নামাজ আদায় করেন এবং পরে দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া পরিচালনা করেন উত্তরবঙ্গের বৃহৎ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়া জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী।
মাহফিলে বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করা হয়।
গণদোয়ায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। আয়োজনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার আট হাজারের বেশি মানুষ অংশ নেন।
মন্তব্য করুন