

যশোরের আলোচিত মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে যশোর শহরের পালবাড়ি-গাজিরঘাট রোড এলাকার নিজ বাড়ি তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসিমা সুলতানা মহুয়া পালবাড়ি-গাজিরঘাট রোড এলাকার সোহরাব আলী খানের মেয়ে।
জানা গেছে, গত বছরের ৪ আগস্ট যশোরের বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ মামলার আসামি মহুয়া। তিনি যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সংরক্ষিত নারী আসনের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
তবে, তিনি আলোচনায় আসেন পিবিআইতে কর্মরত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে। পিবিআইতে কর্মরত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগটি তোলা হয়।
যশোর গোয়েন্দা পুলিশের (ওসি) মনজুরুল হক ভূঁঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির পার্টি অফিসসংক্রান্ত মামলায় মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যার পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক মহুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন