

চট্টগ্রামে অভিযান চালিয়ে হাইওয়ে সুইটস প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মিষ্টির শিরার মধ্যে মরা তেলাপোকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানোর অপরাধে এ জরিমানা করা হয়।
রোববার (৯ নভেম্বর) দুপুরে নগরীর লালখান বাজারের হাইওয়ে সুইটস শাখাকে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযান সূত্র জানায়, একই অভিযানে ওরেগানো মোনাফা ভান্ডারী মার্কেট নামে একটি দোকানে মেয়াদবিহীন খাদ্যদ্রব্য বিক্রি করায় ১০ হাজার টাকা, নিউ প্রিন্স হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে প্রক্রিয়াকরণের জন্য চার হাজার টাকা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, হাইওয়ে সুইটসের মিষ্টির শিরায় মরা তেলাপোকা পাওয়া গেছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরির দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে আরও তিন প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন