মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সেচ দেওয়াকে কেন্দ্র করে হামলা, আহত ১০

চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম মিঠানালা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- এস এম আবু তাহের ভূঁইয়া (৬৫), স্ত্রী লায়লা বেগম (৫০), তার বড় ছেলে মাসুদ পারভেজ (৩৭), ছোট ছেলে নিয়াজ মোর্শেদ (৩৫), নুর উদ্দিন (২৮), ফিরোজা বেগম (৩৪) সহ প্রায় ১০ জন।

আহতদের মধ্যে এস এম আবু তাহের ভূঁইয়া, লায়লা বেগম, মাসুদ পারভেজ ও নিয়াজ মোর্শেদের শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) স্থানান্তর করানো হয়।

হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

আহত মাসুদ পারভেজ জানান, আমাদের পারিবারিক একটি পুকুরে সেচ দেওয়ার জন্য সকালে শ্যালো মেশিন বসায় শরীফুল ইসলাম আবির। পুকুরে সেচ দেওয়ার বিষয়টি আগে না জানানোর কারণে আমার বাবা তাদের মেশিন বন্ধ করে দিতে বলে। পরে দুপুরে বাবা নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় শরীফুল ইসলাম আবির, লায়লা আঞ্জুমান, সিরাজুল ইসলাম, মনিরুল ইসলাম, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, আবুল হোসেন, তৌহিদুল ইসলাম, নজরুল ইসলামসহ অর্ধশতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাবার ওপর হামলা করে।

এ সময় বাবাকে বাঁচাতে আমরা এগিয়ে আসলে তারা আমাদের ওপরও হামলা করে। হামলায় আমার মা, ভাইসহ পরিবারের একাধিক সদস্য আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আতিক হায়দার বলেন, মিঠানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম আবু তাহের ভূঁইয়াসহ ৬ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি ৩ জন চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

হামলার পরপরই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়েছে এবং তাদের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রয়েছে। এছাড়াও ক্ষুদে বার্তা দিয়েও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মিরসরাই থানার ওসি মো. সহিদুল ইসলাম বলেন, জায়গা সম্পত্তির বিরোধ নিয়ে হামলায় সাবেক চেয়ারম্যান এস এম আবু তাহের ভূঁইয়াসহ তার পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। আহতরা চমেকে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে যুক্তরাষ্ট্র

মাদক চোরাচালান চক্রের মূলহোতাসহ ২ সহযোগী গ্রেপ্তার

বিএনপিতে কোনো ভেদাভেদ নেই : মিনু

গুগলকে কনটেন্ট সরাতে অনুরোধের সংখ্যা নিয়ে সরকারের ব্যাখ্যা

অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে বিএনপি : শিমুল বিশ্বাস

বগুড়ায় খালেদা জিয়ার নির্বাচন পরিচালনায় ১১ সদস্যের কমিটি

নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় : ইশরাক 

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের আবেগ নিয়ে রাজনীতি করেছে : আমান

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে : নজরুল ইসলাম

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

১০

নারীসহ দুজনকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রচার, চাঁদা দাবি

১১

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

১২

ভূমিকম্পে ঢাকায় কোন এলাকা নিরাপদ, ‘ব্লাইন্ড ফল্ট’ কোথায়

১৩

চার বছর পর ফিরল শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ

১৪

ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

১৫

চাঁদপুরের বাণিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৬

পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

১৭

সমাধান ছাড়াই শেষ হলো ববি ও বিএম কলেজের আলোচনা

১৮

দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না : সেলিমুজ্জামান

১৯

আটকে গেল ১৩ শিক্ষার্থীর জজ হওয়ার স্বপ্ন

২০
X