ফেনীর ছাগলনাইয়ায় টাকা চুরির অভিযোগে নূর মোহাম্মদ (১৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ সময় তার মাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় বলেও অভিযোগ উঠেছে। শনিবার (১৩ এপ্রিল) উপজেলার বাথানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নূর মোহাম্মদ নোয়াখালীর সুধারাম থানার আন্দার চর গ্রামের নূর ইসলামের ছেলে। তিনি ছাগলনাইয়ার বাথানিয়া গ্রামের ব্যাংক কর্মকর্তা মঈন উদ্দিনের বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকতেন।
এ ঘটনায় মঈনসহ সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন নূর মোহাম্মদের মা বিবি খোদেজা। মামলার পর রোববার (১৪ এপ্রিল) মঈনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাথানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বিবি খাদিজা বলেন, অভাবের কারণে চার বছর আগে নূর মোহাম্মদকে ছাগলনাইয়ার ব্যাংক কর্মকর্তা মঈন উদ্দিনের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতে দিয়েছিলাম। প্রতি মাসে তারা দুই হাজার টাকা করে বেতন দিতেন। কিন্তু কখনো ছুটি দিতেন না। সেই ক্ষোভ থেকে ২৭ রমজানের দিন আমার ছেলে ওই বাড়ি থেকে ৮০ হাজার টাকার একটি খাম নিয়ে নোয়াখালীর বাড়িতে চলে আসে। তারপর থেকে ওই পরিবার মোবাইল ফোনে বারবার হুমকি দেন। ঈদের পরদিন আমি ছেলেকে নিয়ে তাদের বাড়িতে হাজির হয়ে ওই টাকাগুলো তাদের হাতে বুঝিয়ে দিয়েছি। কিন্তু তাতেও তারা ক্ষান্ত হননি। মঈন উদ্দিনের চার ভাই মিলে আমার ছেলেকে মারধর শুরু করেন। বাধা দিলে আমাকেও মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। শনিবার বিকেলে আমার ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি এ হত্যার বিচার চাই।
ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম বলেন, শনিবার রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার জাকির হাসান জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে আরও কেউ জড়িত আছে কি না তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন