রাজশাহীর নবীন উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী এক আড্ডার আয়োজন করেছে ‘বিশ্বরঙ’। শুক্রবার (৩০ আগস্ট) এ আড্ডা অনুষ্ঠিত হবে। উদ্যোক্তা ভূমির রাজশাহী পর্বের সার্বিক সহযোগিতা ও আয়োজনে আছেন মাহি বুটিক হাউজ এবং উদ্যোক্তা মুন্নি আক্তার।
নগরীর সীমান্ত সম্মেলনকেন্দ্রে সকাল ১০টা থেকে চলবে উদ্যোক্তা ভূমির আড্ডা। আড্ডায় যে কেউ অংশগ্রহণ করতে পারবে।
‘বিশ্বরঙ’ সুদীর্ঘ ২৯ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম। এই ২৯ বছরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান শিল্পী উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে। যারা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছে এ দেশের মিডিয়া অঙ্গনকে।
বিশ্বরঙ-এর আয়োজনে ‘২০-২০ কালার্স’ এবং বাসন্তী সুন্দরী ও ‘শারদ সাজে বিশ্বরঙ এর দিদি’ প্ল্যাটফর্ম থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা, বিজ্ঞাপনে ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন সবাইকে, তারা হয়তো আগামী সময়ের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। এবার সেই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধাতার জায়গা থেকে এবার নবীন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন বিশ্বরঙ এবং ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।
এরই মধ্যে নবীন উদ্যোক্তা বিচরণ ‘উদ্যোক্তা ভূমি’র প্রথম বৈঠক ঢাকায় শেষ হয়েছে। সেই ধারাবাহিকতায় রাজশাহীর নগরীর নবীন উদ্যোক্তাদের অনুরোধে ‘উদ্যোক্তা ভূমি’ এবার রাজশাহীতে।
মন্তব্য করুন