কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

এআইইউবিতে ১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০২৫ এ শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা। ছবি : সংগৃহীত
১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০২৫ এ শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা। ছবি : সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) তে ১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এআইইউবি ক্যাম্পাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.এফ.এম. ইউসুফ হায়দার। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন রেজা, কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ ও নেপাল, অক্সফোর্ড; মিসেস জান্নাতুল ফেরদৌস সিগমা, রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার, পিয়ারসন বাংলাদেশ; মুনির হাসান, চিফ কো-অর্ডিনেটর, ডিজিটাল ট্রান্সফরমেশন ও ইয়ুথ প্রোগ্রাম, প্রথম আলো; ফায়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড; এবং অধ্যাপক ড. মো. আবদুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর, এআইইউবি।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় দলের কোচ প্রফেসর ড. এম. আর্শাদ মোমেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব-এর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবদুর রহমান, প্রফেসর ড. সালেহ হাসান নকীব, কিশোর আলো সম্পাদক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক জনাব আনিসুল হক, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ডাটা অ্যান্ড সায়েন্সের প্রখ্যাত পদার্থবিদ ও গণিতবিদ প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার, প্রফেসর ড. এম. আর্শাদ মোমেন, এবং জনাব ফায়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ।

এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সারা দেশ থেকে প্রায় ১০ হাজার শিক্ষার্থী আঞ্চলিক পর্বে অংশ নেন, যার মধ্যে ১ হাজার ৪০০ জন শিক্ষার্থী জাতীয় পর্বে প্রতিযোগিতা করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ১৮৮ জন বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিটি বিভাগের শীর্ষ তিন বিজয়ীকে ট্রফি ও বই প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে পাঁচজন প্রতিযোগী ফ্রান্সে অনুষ্ঠিত ৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫-এর আয়োজক ছিল বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশ (এআইইউবি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

টানা তৃতীয়বারের মতো বোনমাতির হাতে ব্যালন ডি’অর

পুরান ঢাকায় মাঠ দখল করে মার্কেট, উচ্ছেদ করলেন বিএনপি নেতারা

দেম্বেলের হাতেই ব্যালন ডি’অরের সোনালী ট্রফি

জাতীয়তাবাদী ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে : নীরব

ফিলিস্তিন রাষ্ট্রকে হিসেবে স্বীকৃতি দিয়ে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট

ব্যালন ডি’অরে সেরা কোচের স্বীকৃতি পেলেন লুইস এনরিকে

দ্বিতীয়বারের মতো ইয়াসিন ট্রফি জিতলেন দোনারুম্মা

জনগণের অভ্যুত্থান বেহাতে অরাজকতা তৈরি করা হচ্ছে : হাসনাত কাইয়ূম

৩১ দফা ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ : আমিনুল হক

১০

অক্টোবরে ঢাকায় বৃহৎ শ্রমিক সমাবেশ

১১

ব্যালন ডি’অরে ইতিহাস গড়লেন ইয়ামাল

১২

বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না : মোস্তফা জামান 

১৩

রাকসু নির্বাচন পেছানোর কারণ জানালেন নির্বাচন কমিশনার

১৪

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

১৫

গুলশানে ফার্মেসিতে মিলল অবৈধ ওষুধ ও প্রসাধনী, লাখ টাকা জরিমানা

১৬

ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার

১৭

দুবাইয়ের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যা জানাল বাংলাদেশ দূতাবাস

১৮

রাকসু নির্বাচন পেছানো নিয়ে শিবিরের ভিপি প্রার্থীর প্রতিক্রিয়া 

১৯

সাবেক ভূমিমন্ত্রীর এজেন্টদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

২০
X