রাজধানীর দুই প্রধান শপিংমল বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কে প্রতিদিনই প্রযুক্তিপণ্যপ্রেমীদের পদচারণা বাড়ছে। তবে অন্য দিনের তুলনায় শুক্রবার ও মঙ্গলবার প্রযুক্তিপণ্যের প্রতি আগ্রহ থাকে চোখে পড়ার মতো। শপিংমলগুলোতে মোবাইল, গ্যাজেট ও আনুষঙ্গিক পণ্যের দোকানগুলোতে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতা।
এক্ষেত্রে ক্রেতাদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে ‘মোবাইল বাজ বিডি’। বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কে অবস্থিত এই টেক-রিটেইল আউটলেটে প্রতি মঙ্গলবার ও শুক্রবার নির্দিষ্ট পণ্যে সীমিত সময়ের জন্য দেওয়া হয় বিশেষ ছাড়, যা ক্রেতাদের দারুণভাবে আকৃষ্ট করছে।
বিশেষ করে আইফোন ও স্যামসাং-এর ফ্ল্যাগশিপ মডেলগুলোর প্রতি রয়েছে ব্যাপক চাহিদা। বর্তমানে বিক্রয়ের শীর্ষে রয়েছে— অ্যাপলের বিভিন্ন মডেলের মোবাইল ফোন, স্যামসাংয়ের বিভিন্ন মডেলের মোবাইল ফোন।
শুধু স্মার্টফোনই নয়, একসাথে ল্যাপটপ, ট্যাবলেট, এক্সেসরিজ ও আনুষঙ্গিক ডিভাইস পাওয়ার সুযোগ থাকায় টেকপ্রেমীদের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠেছে মোবাইল বাজ বিডি।
২০১৬ সালে বসুন্ধরা সিটিতে মো. শাকিল আহমেদের উদ্যোগে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের আস্থা ও পণ্যের গুণগতমান বজায় রেখে স্বল্প সময়েই এটি হয়ে উঠেছে ঢাকার একটি নির্ভরযোগ্য প্রযুক্তি পণ্য বিক্রয় ব্র্যান্ড। বর্তমানে বসুন্ধরার পাশাপাশি যমুনা ফিউচার পার্কেও রয়েছে তাদের পূর্ণাঙ্গ আউটলেট।
এছাড়া, অনলাইন অর্ডার ও হোম ডেলিভারির মাধ্যমে সারা দেশেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওয়েবসাইট : www.mobilebuzzbd.com
গ্রাহকদের জন্য রয়েছে:
স্মার্টফোন, ল্যাপটপ ও আনুষঙ্গিক পণ্যের বিক্রয়
সহজ কিস্তিতে (EMI) কেনার সুবিধা
কর্পোরেট ও B2B কেনাকাটার ব্যবস্থা
পুরোনো ফোন দিয়ে নতুন ফোনে ট্রেড-ইন সুবিধা
ওয়ারেন্টি সাপোর্ট ও বিক্রয় পরবর্তী সার্ভিস
বর্তমানে অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি, রিয়েলমি, ভিভো, অপ্পোসহ প্রায় সব জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য মিলছে এক ছাদের নিচে। সঠিক দাম, গুণগত মান এবং মানসম্পন্ন গ্রাহকসেবার কারণে মোবাইল বাজ বিডি হয়ে উঠছে নতুন প্রজন্মের কাছে প্রযুক্তির নির্ভরতার প্রতীক।
মন্তব্য করুন