অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত সিএসই টেক ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা প্রযুক্তি, সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সিএসই টেক ফেস্টে এর মধ্যে রয়েছে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান। যেখানে নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে তাদের আগমনের উচ্ছ্বাস প্রদর্শন করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রোগ্রামিং কুইজ প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্তদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।
প্রধান অতিথি শামসুল আলম লিটন সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রিয়েটিভ স্কিল একজন শিক্ষার্থীকে সফলতা এনে দিতে পারে। জীবনে সফলতা অর্জন করার জন্য দক্ষতা অপরিহার্য। স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষিত বেকারদের দক্ষ জনশক্তিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সফলভাবে অনুষ্ঠান আয়োজন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষর্থীদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথি মো. কামরুজ্জামান লিটু নবীনদের উদ্দেশে বলেন, পূর্বে যে সকল অপূর্ণতা ছিল তা পূরণ করার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয়। এই প্রজন্মের তরুণরা প্রযুক্তির সঠিক ব্যবহার করেলে পৃথিবী জয় করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের চিফ একাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, প্রতিদিন কিছু না কিছু শিখলে নিজেকে আরও উন্নত করা যায় এবং ব্যক্তিগত মূল্য তৈরি করে কর্মজীবনে অন্যদের থেকে নিজেকে আলাদা করা সম্ভব। এ ছাড়াও শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমের গুরুত্বও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বক্তৃতার শুরুতেই বলেন- এই ডিপার্টমেন্ট থেকে প্রত্যকেই যেন দক্ষতা নিয়ে বের হতে পারো। তিনি বলেন, তুমি যে অন্যের চেয়ে ভালো প্রমান করতে তোমার ভ্যালু ক্রিয়েট করতে হবে। শুধু লাইফের গোল সেট করলেই হবে না সেই লক্ষ্য পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের রিসোর্স পারসন অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনার ক্ষেত্রে থিওরিক্যাল ও প্যাকটিক্যাল বিষয়ে কীভাবে নিজেদের প্রস্তুতি নিতে হবে তা বিস্তারিত উপস্থাপন করেন। তিনি বলেন, তুমরা শুধু জানাবে তোমাদের কোথায় লিমিটেশন আছে? তোমাদের যা যা দরকার সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিবে বলে তিনি উল্লেখ করেন।
সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সিএসই বিভাগের পক্ষ থেকে আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল, শিক্ষামূলক ও প্রযুক্তি-ভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে, যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং নানামুখী উন্নয়নে সহায়ক হবে।
সিএসই ডিপার্টমেন্টের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা এবং জুনিয়র শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ শেয়ার করেন। আত্মউন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নিয়মিত শিক্ষার গুরুত্ব সম্পর্কে নবাগত শিক্ষার্থীদের অবহিত করেন।
দিনের সমাপনীতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা গান, নৃত্য ও বিভিন্ন পারফরম্যান্সের মাধ্যমে প্রীতিকর পরিবেশ সৃষ্টি করেন।
মন্তব্য করুন