

এস সি জনসন প্রাইভেট লিমিটেড ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনারের দুটি নতুন ভ্যারিয়েন্ট—ওয়াইল্ড ল্যাভেন্ডার এবং ফ্রেশ লেমন উন্মোচন করেছে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার বাংলাদেশের এয়ার ফ্রেশনার ক্যাটাগরিতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিত, যা ভোক্তাদের চাহিদা অনুযায়ী উচ্চমানের সুগন্ধ সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে কোম্পানির প্রতিনিধি নতুন ভ্যারিয়েন্টগুলোর বিশেষত্ব তুলে ধরেন। অ্যাঞ্জেলিক ওয়াইল্ড ল্যাভেন্ডার—ল্যাভেন্ডার, জ্যাসমিন এবং ভ্যানিলা ফুলের মিশ্রণে তৈরি। যা মনকে প্রশান্ত করে, আনন্দ ও রোমান্টিক আবহ সৃষ্টি করে। অন্যদিকে অ্যাঞ্জেলিক ফ্রেশ লেমন—তাজা লেমন, গার্ডেনিয়া এবং মাস্ক ফুলের সুগন্ধে সমৃদ্ধ। যা যে কোনো পরিবেশকে মুহূর্তেই সতেজ ও আনন্দময় করে তোলে।
এস সি জনসন এবং তাদের বাংলাদেশি অংশীদার এসিএই লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা নতুন ভ্যারিয়েন্টগুলোর বাজার সম্ভাবনা নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, ‘ওয়াইল্ড ল্যাভেন্ডার এবং ফ্রেশ লেমনের পরিশীলিত ও আকর্ষণীয় সুগন্ধ ভোক্তাদের মন জয় করবে এবং দ্রুত বাজারে শক্ত অবস্থান তৈরি করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে এস সি জনসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার শাফায়েত ইউসুফ ও হেড অব মার্কেটিং সুকুমার সরকার। এ ছাড়া এসিএই লিমিটেডের পক্ষ থেকে চিফ বিজনেস অফিসার কামরুল হাসান ও হেড অব সেলস মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন