রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২
সিলেট ব্যুরো
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১১:০৬ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সিএনজি চালকদের জরুরি নির্দেশনা দিলেন এসএমপি কমিশনার

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। ছবি : কালবেলা

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, সিলেটে সিএনজিচালিত অটোরিকশায় সর্বোচ্চ তিনজন যাত্রী বহন করতে পারবে। অটোরিকশার সামনে ও পেছনে গ্রিল লাগানো বাধ্যতামূলক।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে মহানগর এলাকায় সিএনজিচালিত থ্রি হুইলার যানবাহন এবং প্যাডেল চালিত রিকশা ভাড়া নির্ধারণসংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও হয়রানিমুক্ত করতে আমরা ভাড়ার তালিকা, নিরাপত্তা গ্রিল ও যাত্রীসংখ্যাসহ যাত্রীদের বিভিন্ন সেবা বাস্তবায়নের চেষ্টা করছি। যাত্রী ও পরিবহন মালিক শ্রমিকের সুবিধা অনুযায়ী মূল্য তালিকা নির্ধারণ করা হবে। এতে চালক ও যাত্রী-উভয়ের স্বার্থই রক্ষা পাবে।

তিনি আরও বলেন, নগরে ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং চলবে। পাশাপাশি আমরা দ্রুতই নগরে গণপরিবহন চালুর উদ্যোগ নিচ্ছি।

শাবিপ্রবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাফিজুর ইসলাম কালবেলাকে বলেন, সিলেটে এমনিতেই সাধারণ পাবলিকের পকেট কেটে টাকা আদায় করে চালকরা। করোনার সময় প্রশাসন এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তা নিয়ন্ত্রণ করতে না পারায় যাত্রীদের দ্বিগুণ ভাড়া ব্যয় করতে হয়েছে। এরপর চালক পাঁচজন যাত্রী পরিবহন করলেও যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসনের সিদ্ধান্ত পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য ভালো কিন্তু যাত্রীদের জন্য হতাশার। প্রশাসনের উচিত এর সঠিক সমাধান বের করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া। সূদুর প্রসারি চিন্তা ও সমস্যার আগাম প্রস্তুতি না থাকায় আমরা বারবার একই সমস্যা পড়ি। তাই প্রশাসনের সঠিক ও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামা উচিত।

নগরীর টুকেরবাজারের বাসিন্দা আলমগীর মিয়া বলেন, প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা খুব কঠিন হবে। মাঝখান দিয়ে যাত্রীদের পকেট কাটা হবে। প্রথম প্রথম তিনজন যাত্রী নিলেও সপ্তাহখানেক পরে দেখা যাবে পাঁচজন যাত্রী নিচ্ছে কিন্তু যাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে।

সুবিদবাজারের বাসিন্দা নেওয়াজ কালবেলাকে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা রোধে এটি অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু আগের ভাড়া বলবৎ থাকতে হবে। না হয় যাত্রীর পকেট কাটবে পরিবহন শ্রমিকরা। যেটা করোনাকালে সিলেটবাসী দেখেছে। করোনাকালে সীমিত যাত্রী নিয়ে চলাচলের নিষেধাজ্ঞা তোলার পরও দ্বিগুণ ভাড়া আদায় করত সিলেটের সিএনজিচালকরা।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম কালবেলাকে বলেন, আমরা দ্রুত মূল্য তালিকা দিয়ে কাজ শুরু করব। নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া কোনো গাড়ি থামতে পারবে না। এ ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধের কাজ শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার

বিসিবির কাছে বিচার চেয়ে সোহাগ গাজীর চিঠি

এগিয়ে গিয়েও ব্যর্থতার হতাশায় পুড়ল বসুন্ধরা কিংস

বিচ্ছেদ গুঞ্জনে যা বললেন পূর্ণিমা

এমবেউমোর জোড়া গোলে ম্যানইউর টানা তৃতীয় জয়

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ!

জেন-জির বিক্ষোভে দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

নতুন সরকার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানালে থাকবেন কি না, জানালেন ধর্ম উপদেষ্টা

ভুটান সরকারের ‘পাখিবাড়ি’

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ

১০

আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন জামায়াতের এমপি প্রার্থী

১১

দুর্ঘটনার কয়েক মাস আগে থেকেই ‘শাহাদাতের’দোয়া পড়ছিলেন জুনায়েদ জামশেদ

১২

বিএনপি নেতাকে দেওয়া মালায় ১০ লাখ টাকার চেক

১৩

নতুন ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা জারি, আঘাত হানতে পারে যেসব স্থানে

১৪

সিএনজি চালকদের জরুরি নির্দেশনা দিলেন এসএমপি কমিশনার

১৫

যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ

১৬

মুফতি অপহরণ  / আগেই কোনো পক্ষকে দায়ী না করার আহ্বান জিএমপির

১৭

বিশেষ একটি প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে কোথায় আছে : মুরাদ

১৮

নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে সরাতে হবে : আমীর খসরু 

১৯

সুবিধাবাদী মহল ইসলামকে নিজেদের মতো উপস্থাপন করতে চাইছে : জমিয়ত

২০
X