

আইপিএলের সবশেষ আসরে সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বের ১৪ ম্যাচের পাঁচটিতে কেবল জয়ের দেখা পায় তারা। তবে আগামী আসরের ব্যর্থতা ভুলে নতুন মৌসুমে দল শক্তিশালী দল গঠনই তাদের লক্ষ্য। আর সে লক্ষ্যে নিলামে তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে চায় তারা।
আইপিএলে মাঠের খেলা শুরুর আগে শুরু হয়ে যায় নিলামের খেলা। দলগুলো কোটি কোটি অর্থ নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রয়োজনীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে। আইপিএলের এবারের নিলামে পাঁচ তারকা ক্রিকেটারের ওপর আলাদা নজর থাকবে কলকাতার, যারা দলটির দুর্বলতা দূর করতে ভূমিকা রাখতে সক্ষম হবে।
যে পাঁচ তারকা ক্রিকেটারে আলাদা নজর থাকবে কলকাতার:
১. লুক উড: বাঁহাতি পেসার লুক উডে আলাদা নজর রাখতে পারে কলকাতা। নতুন বলে ও মিডল ওভারে খেলা ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তিনি। ১৯৯ ম্যাচ খেলা এই ক্রিকেটার যে বেশ অভিজ্ঞ সেটি নতুন করে বলার কিছু নেই। পেস দুর্বলতা দূর করতে ইংলিশ এই পেসারকে দলে ভেড়াতে পারে কেকেআর।
২. টম ব্যান্টন: ব্যাট হাতে ঝড় তুলতে বেশ পটু ব্যান্টন। উইকেটকিপিংসহ ব্যাটিং, দুই দক্ষতা মিলিয়ে ব্যান্টন কলকাতার ওপেনিং কিংবা মিডল অর্ডারের নির্ভরতার প্রতীক হয়ে উঠতে পারেন। তাছাড়া কেকেআরের বর্তমান উইকেটকিপার-ব্যাটারদের ধারাবাহিকতা নেই। ফলে ব্যান্টন হতে পারে কলকাতার প্রথম পছন্দ।
৩. পৃথ্বী শ: বয়স খুব বেশি না হওয়ায় দীর্ঘমেয়াদের পরিকল্পনায় পৃথ্বী ‘কে দলে ভেড়াতে পারে কলকাতা। সর্বশেষ রাজ্য দলে এবং অভ্যন্তরীণ টুর্নামেন্টেও শতক হাঁকিয়েছেন তিনি। কেকেআরের ওপেনিং জুটি গত মৌসুমে দলকে দারুণ শুরু এনে দিতে পারেনি। স্থানীয় ক্রিকেটার হিসেবে তার ওপর আস্থা রাখতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
৪. ক্যামেরুন গ্রিন: অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্রিনকে কেকেআরের এখনই বড় টার্গেট বলে ধরা হচ্ছে। তার ব্যাটিং ও বোলিং উভয়েই ভালো করার সক্ষমতা রয়েছে। বিশেষ করে শেষদিকে কার্যকরী হয়ে উঠতে পারেন তিনি। অজি এই ক্রিকেটারকে পেতে বড় অঙ্কের অর্থ খরচ হলেও তার প্রতি আগ্রহ দেখাতে পারে কলকাতা।
৫. সঞ্জু স্যামসন: রাজস্থান রয়্যালস ছাড়তে চান স্যামসন। সেক্ষেত্রে তার প্রতি নজর থাকতে পারে কলকাতার। উইকেটকিপার হিসেবে এবং টপ অর্ডারে ব্যাটার হিসেবে তার দক্ষতা রয়েছে। এ ছাড়া নেতৃত্বের দিক থেকেও তিনি সম্ভাব্য।
মন্তব্য করুন