চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইনস্টিটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস (আইএফএল) এর ২য় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবর) চট্টগ্রামের কুমিরায় আইআইইউসি ক্যাম্পাসের সেমিনার হলে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
আইআইইউসির প্রক্টর ও ইনস্টিটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস’র (আইএফএল) পরিচালক মো. ইফতেখার উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএলের উপপরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন, আবু ফয়সাল মোহাম্মদ শামীম হায়দার, সাইন্স অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মো. শায়খুল আজম আবরার প্রমুখ।
আইআইইউসির ইনস্টিটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস এ ইংরেজি, আরবি ও তুর্কী- এই তিন ভাষার কোর্স চালু আছে। তিন মাসভিত্তিক এসব কোর্সে স্বল্প খরচে বিদেশি ভাষা শিক্ষা প্রদান করা হয়। আইএফলএলের ২য় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তারা বিভিন্ন ভাষা শিক্ষার কারিকুলাম, গুরুত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় দিক তুলে ধরেন। এ ছাড়া ভবিষ্যতে ফার্সি, চায়না ও অন্যান্য ভাষায় কোর্স চালু করার আশা ব্যক্ত করেন।
মন্তব্য করুন