স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের (এসআইএসবি) উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে স্কুল ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমস্ত ব্যয়ভার বহন করেছে স্কুলটির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
অনুষ্ঠানে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের সভাপতি এবং এসআইএসবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একেএম আশরাফুল হক বলেন, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতেই এমন আয়োজন। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দিনের জন্য নিজেদের মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।
তিনি বলেন, একটি মানবিক স্কুলের স্বপ্ন নিয়েই স্টেপিং-স্টোন প্রতিষ্ঠা করা হয়েছে এবং সে লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন শিক্ষার্থীবান্ধব হয় সেজন্য সরকারের কাছে বেশকিছু দাবিও জানানো হয়েছে। সরকার যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে, যা আশার দিক।
ক্ষুদে শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগকে উৎসাহ এবং তাদের ভালো কাজে উদ্বুদ্ধ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার ও জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার সুলাইমান সুখন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমেই শিক্ষার্থীরা মানবিক মানুষ হবে। সেজন্য অভিভাবকের শিক্ষার্থীদের এসব উদ্যোগে তাদের পাশে থাকতে হবে, সহায়তা করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসআইএসবি’র উপদেষ্টা দেলোয়ার হোসেন, উত্তরা সেক্টর ১১ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোহাম্মাদ আলতাফ হোসাইন সরকার, শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক (প্রশাসন) ফুতুশি কোনো, মালয়েশিয়া বাংলাদেশ বিজনেস রিলেশনশিপের প্রকল্প পরিচালক ফারহা মাহমুদ তৃনা এবং এসআইএসবি’র ভাইস প্রিন্সিপাল ও সোশ্যাল ক্লাবের আহ্বায়ক সোমা তাবাসসুম রেহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআইএসবি’র প্রিন্সিপাল ড. লে. কর্নেল. মাহমুদ উল আলম (অব.)।
এসআইএসবি’র সিনিয়র পাবলিক রিলেশন অফিসার তানজিনা আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জজ আদালতের আইনজীবী ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য (অভিভাবক প্রতিনিধি) ফরহাদ আফরোজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শেখ মাহমুদ উল আলম, ক্যাপ্টেন জয়নাল আবেদীন, উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপতি ড. মঈন, বিজনেস আই বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক এস এম ফয়সাল আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন