পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অকেজো পড়ে আছে সেতু, ভোগান্তিতে দুই উপজেলার বাসিন্দারা

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতু। ছবি : কালবেলা
সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতু। ছবি : কালবেলা

খুলনার পাইকগাছা ও সাতক্ষীরার তালার সংযোগস্থল কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের পরও কোনো কাজে আসছে না। দুই বছরে কাজ ৫ বছর পর শেষ হলেও ভূমি অধিগ্রহণ না করায় আটকে আছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে দুই উপজেলার বাসিন্দারা।

জানা যায়, খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছার কাটিপাড়া বাজার চ্যারিটেবল ডিসপেনসারি সড়কে ২০১৯ সালে ৪ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৯১৮ টাকা ব্যয়ে সেতু নির্মাণের কার্যাদেশ হয়। পাইকগাছা উপজেলার কাটিপাড়া ও তালা উপজেলার খেরশা এলাকার সীমান্ত এলাকায় কপোতাক্ষ নদের ওপর কয়েক দফা সময় বাড়ানোর পর চলতি বছর সেতু নির্মাণকাজ শেষ হয়েছে। ২ বছরের কাজ শেষ হতে সময় লেগেছে ৫ বছর। যার চেইনেজ ১ হাজার ২৬০ মিটার, দৈর্ঘ্য ১৪৫ মিটার ও প্রস্থ ৫০ মিটার এবং পিএসসি গার্ডার। কিন্তু পাইকগাছা অংশের সংযোগ সড়ক তৈরিতে সৃষ্টি হয়েছে জটিলতা।

এদিকে ভূমি অধিগ্রহণ না করায় সংযোগ সড়কের নির্মাণকাজ ৬ মাস ধরে আটকে আছে। সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছে দুই উপজেলার বাসিন্দারা।

জানা গেছে, সেতুটির পাইকগাছা অংশে সংযোগ সড়কটি আছে প্রায় ১০ ফুট। নকশায় আছে সড়কের দৈর্ঘ্য ৪৭৫ ফুট, ১১ ফুট উচ্চতায় প্রস্থ হবে ২৪ ফুট। কিন্তু সড়কের পাশে পার্থ সারথী দাসের রেকর্ডীয় জমি। তার জমির ওপর দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক নির্মাণ করতে চান। জমি অধিগ্রহণ না করে সরকারি বিধি বহির্ভূতভাবে এ অহেতুক দাবি মানতে নারাজ জমির মালিক।

তবে ঠিকাদার প্রতিষ্ঠান দাবি করছে, সরকারি জায়গা দিয়ে রাস্তা করছে তারা।

পার্থ সারথীর লিজ ঘের মালিক রমজান আলী বলেন, এখানে কোনো খাস জমি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান জোর করে আমার মালিকের জায়গার ওপর দিয়ে রাস্তা করতে চান।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্সের প্রোপাইটার টিটু জানান, সরকারি জায়গা না পেলে সড়কের কাজ করা সম্ভব হবে না।

উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব বলেন, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য রশীদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তালা উপজেলার খেশরার অংশের ১৩০ মিটার সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। কিন্তু পাইকগাছার কাটিপাড়া অংশ ১৪৫ মিটার সংযোগ সড়কের কাজ শেষ না হওয়া জনদুর্ভোগ বাড়ছে।

খুলনা-৬ আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান বলেন, বিষয়টি অবগত হওয়া মাত্রই সমাধানের জন্য রাড়ুলীর সাবেক ইউপি চেয়ারম্যান আ. মজিদ গোলদারকে সমাধান করার দায়িত্ব দেওয়া হয়েছে।

আ. মজিদ গোলদার বলেন, বিয়ষটি নিয়ে দুপক্ষের সঙ্গে কথা হয়েছে। তবে যেহেতু জমি অধিগ্রহণ না করে অন্যের রেকর্ডীয় জমির ওপর দিয়ে সড়ক নির্মাণ করতে হলে সরকারি বিধি মোতাবেক করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X