বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন আ.লীগ নেত্রী রানী

আ.লীগ নেত্রী শাহনাজ পারভীন রানী। ছবি : সংগৃহীত
আ.লীগ নেত্রী শাহনাজ পারভীন রানী। ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে দৈনিক কালবেলার প্রতিনিধি উত্তম কুমার দাসসহ সব সাংবাদিকদের মামলা-হামলা করে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীন রানী। গত দুদিন ধরে তার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সন্ধ্যায় দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম কুমার দাসের মোবাইল ফোনে এ হুমকি দেন বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের নেত্রী শাহানাজ পারভীন রানী।

সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বসে সন্ত্রাসীরা সাংবাদিক উত্তম কুমার দাসের ওপর হামলা অতর্কিত হামলা চালায়। ওই সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ওইদিন রাতেই সাংবাদিক উত্তম কুমার দাস হামলাকারী দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে থানায় এজাহার গ্রহণ করে এবং হামলাকারী আজিজ খানকে গ্রেপ্তার করে।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আজিজ খান পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামের মৃত জোনাব আলী খানের পুত্র ও সাবেক কাউন্সিলর রানীর মেজো ভাশুর।

হামলাকারী আজিজ খান গ্রেপ্তারের পর মামলার বাদী সাংবাদিক উত্তম কুমার দাসের মোবাইল ফোনে কল দিয়ে তাকে মামলা-হামলার ও গুলি করে হত্যার হুমকি দেয় শাহানাজ পারভীন রানী। তার এ হুমকির ৪ মিনিট ৩৭ সেকেন্ডের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই অডিও কল রেকর্ডে শোনা যায়, সব সাংবাদিকদের বিরুদ্ধে তিনি মামলা-হামলাও করবেন। এমনকি চাঁদাবাজি মামলা করার জন্য ডকুমেন্ট বিভিন্নভাবে বানিয়ে মামলা করবেন, এমনকি তিনি সাংবাদিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেবেন। তার ভাশুরের নামে যখন একটা মামলা হয়েছে, প্রয়োজনে ওই আওয়ামী লীগের নেত্রী সাংবাদিক উত্তমসহ সব সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক মামলা করবেন বলেও হুমকি দেয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবে সেটাই স্বাভাবিক। তবে তাদের হুমকি দেওয়া মোটেই সমীচীন নয়। হুমকিদাতা শাহনাজ পারভীন রানী উপজেলা আওয়ামী লীগ কিংবা অঙ্গসহযোগী সংগঠনের কোনো পদে নেই বলেও তিনি জানান।

সাংবাদিকদের হুমকি দেওয়ার এ ঘটনায় উপজেলার সাংবাদিক সমাজ ক্ষোভে ফুঁসে উঠেছে, এমনকি অনতিবিলম্বে হুমকিদাতা শাহানাজ পারভীন রানীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

মাছের ঘের থেকে কৃষকের মরদেহ উদ্ধার

শুটিং সেটে গুরুতর আহত, প্রযোজকের কথা ভাবলেন শ্রদ্ধা

আঁধারে শেষ ২০ বিঘা সবজি ক্ষেত

বানিয়ে নিন মচমচে ফুলকপির পকোড়া

মুক্ত আকাশে ফাঁদে আটকা ৯০টি শালিক পাখি

রামপুরায় ২৮ জনকে হত্যা : অভিযোগ গঠনে শুনানির তারিখ নির্ধারণ

প্রকাশ্যে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

দুর্নীতি চাওয়া না চাওয়ার মধ্যে ফাঁক রয়েছে : দুদক চেয়ারম্যান

বিয়ে নিয়ে নিরাপত্তা জটিলতায় টেলর সুইফট

১০

পুরো অ্যাশেজ থেকেই কি ছিটকে গেলেন অজি তারকা?

১১

দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, শেষ স্ট্যাটাস ভাইরাল

১২

ঢাবি শিক্ষক কার্জনের জামিন

১৩

৩ বছর বিদেশে থেকেও ভোগ করেন বেতন-ভাতা

১৪

রহস্যময় বেলুনে লিথুনিয়ার বিমানবন্দর বন্ধ

১৫

বাউল শিল্পী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

১৬

রাতে ঘুমানোর আগে ঘরোয়া টোটকায় পা হবে নরম তুলতুলে

১৭

সিনিয়রদের মুখের ভাষাকে দুর্ভিক্ষ বলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

১৮

‘আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে’

১৯

২৪ ঘণ্টায় ১১৮ ভূমিকম্প

২০
X